আমাদের কথা খুঁজে নিন

   

সাক্ষাৎ-বিহীন চোর-কাহিনী (অথবা কইতে পারেন প্রিয় চোরের সাক্ষাৎকার)

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

বিপুল জনপ্রিয় চোরের সাক্ষাৎকার এইমাত্র শুরু হইলো। বাঙ্গালী কথা বেশি কয়, কাম করে কম। সেই বদনামের মুখে ঝামা ঘইসা (প্রায়) ভূমিকা বিহীন এই সাক্ষাৎকার পর্বের অতিথি আমাগো চোরা ভাই। লন চোরেরে কুইশচেন দ্যান। আমি কেউ না। আমি এই পোস্টের পোস্টায়ক, (কৌশিকের লাহান) সাক্ষাৎকারের হোস্ট না। কাজেই প্রশ্ন করেন নিজের মতো, আমি না থাকলেও কিছু যায় আসে না। চুরায় উত্তর দিবো চোরের মতো। লন ... ঐ দ্যাহেন চুরে দৌড়ায় ... আরে মিয়া কুইশচেন কই? চোরা ভাই রেডী। ওয়ান টু থ্রি ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।