আমাদের কথা খুঁজে নিন

   

গল্প (শেষাংশ)



( পূর্ব প্রকাশিতের পর ) রাজার দুই মেয়ে জানালা দিয়া দেইখা ডাইকা পাঠাইলো চাষীরে । - এইটার দাম কতো? - এইটার দাম এখন লমু না । আগে ব্যবহার কইরা দেখেন । পছন্দ হইলে তারপর দাম কমু । - এইটা ব্যবহার করে কেমনে ? -রাম রাম কইলে অ্যাক্টিভ হয় , লক্ষণ লক্ষণ কইলে থামে ।

তারপর হামাম ঘরে নিয়া 1ম রাজকন্যা যেই কইছে রাম রাম লগে লগে শুরু হইছে । এদিকে কি কইলে থামবো সেইটা গেছে ভুইলা । 2য় রাজকন্যা আইসা ডরের ঠেলায় কয় রাম রাম । সে আক্রান্ত হইলো । মাইয়ার চিক্কৈর শুইনা রানী আইসা বেতবা হইয়া কয় রাম রাম রাম রাম রাম ! এরপর একবার দাসী একবার রানী একবার রাজকন্যা এইভাবে ঘোরে ।

খবর পাইয়া রাজা দৌড়াইয়া আইলো । যেইনা কইছে রাম রাম - এরপর রাজা নাইচা নাইচা কাইন্দা কাইন্দা জিগায় এইটা কইথিকা আইছে ! আমারে বাাঁচা ! রাজকন্যাগো খবর পাইয়া চাষী আইলো । রাজা কয় - তুই যা চাস তাই দিমু, আমারে বাঁচা শেষমেষ রাজকন্যা আর অর্ধেক রাজত্বে রফা হইলো । রাজা মরলে পুরাটাই লাইনে পাইলো । মরাল অফ দ্য স্টোরি : রাজা হওয়ার এরচে ভালো কায়দা আছে কি ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.