আমাদের কথা খুঁজে নিন

   

বার বার নির্বাচনের তফসিল পরিবর্তন



হ্যা, মামুরা, নির্বাচন কমিশন বার বার নির্বাচনের তফসিল পরিবর্তন করেছে। ক. প্রথম তফসিল ঘোষণা করে 27 নভেম্বর 2006 এতে নির্বাচনের তারিখ ছিল [গাঢ়] 21 জানুয়ারী 2007 [/গাঢ়] এ অবস্থায় আন্দোলনরত 14 দলীয় জোট তীব্র আপত্তি করল তাদের সাথে আলোচনা ছাড়াই এ তফসিল ঘোষণা করায় তারা এটা প্রত্যাখান করল। এর পর নির্বাচন কমিশন পুনরায় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে পুনঃতফসিল নির্ধারণ করে। খ. দ্্বিতীয় অর্থাৎ পুনঃতফসিল ঘোষণা করে 07 ডিসেম্বর 2006 এতে নির্বাচনের তারিখ ঘোষিত হয় : 23 জানুয়ারী 2007 যা 14 দল ও 4 দলীয় জোট তা মেনে নেয়। বিশেষ করে পরদিন পত্রিকাগুলোর [গাঢ়] লীড [/গাঢ়] নিউজ ছিল আন্দোলনের বিজয়।

জনগণ আশ্বস্থ হলো এজন্য যাক অবশেষে 14 দলীয় জোট নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু কয়েকদিন পরও আবার তারা আন্দোলন করল তফসিল পুনঃনির্ধারণের অবশেষে আবার নির্বাচন কমিশন পুনঃতফসিল নির্ধারণ করল (20.12.2006) গ. তৃতীয় দফা পুনঃতফসিল ঘোষণা করে 20 ডিসেম্বর 2006। এতে নির্বাচনের তারিখ 22 জানুয়ারী 2007 দেখা যাচ্ছে। কিন্তু এবারও 14 দলীয় জোট তা প্রত্যাখান করল। আর মামুসকলরা একটু লক্ষ্য করুন, আমার মত গাধা হয়তো একটু কম বুঝে।

কিন্তু মামুরা তো বুঝবেন আ'লীগের দাবীর প্রেক্ষিতে নির্বাচন কমিশন বার বার তফসিল পরিবর্তন করছে, এ কাজটি কি নির্বাচন কমিশন ঠিক করছে, কেউ বলছে নির্বাচন কমিশন ভয়ে করছে। কিন্তু আমারতো মনে হয় আ'লীগকে নির্বাচনে আনার কারণে এটা নির্বাচন কমিশন করছে। কিন্তু আমি মনে করি বার বার তফসিল পরিবর্তন বিশেষ করে যখন দু'পক্ষই একমত হলো অর্থাৎ দিত্বীয় দফা যখন সব দলই তফসিল মেনে নিয়েছে তখন নির্বাচন কমিশনের উচিৎ হয়নি আবারও তফসিল পরিবতন করা। আরেকটি কথা, আ'লীগের বা 14 দলের দাবীর প্রেক্ষিতে বিচারপতি হাসান, সিইসি আজিজ, প্রশাসনে ব্যাপক রদ-বদল, ভোটার তালিকা হালনাগাদ, তফসিল পুনঃনির্ধারণ হচ্ছে। তারপরও 14 দল বা আ'লীগের মনপুত হচ্ছে না।

তাহলে এর পর কি হবে দেশের। এখন তারা আবার নির্বাচন পিছিয়ে 'ফিরিয়ে দাও আমাদের 52 দিন' বলে তুলকালাম কান্ড করছে। এতে কি আ'লীগের ভাবমূর্তি ভালো হচ্ছে। এতে কি তাদের ভোট বাড়ছে? জনগণ খুবই বিরক্ত হচ্ছে। সকালে বলছে (আ'লীগ) হ্যা, নির্বাচনে যাব, বিকেলে না।

সকালে বলছে বিজয়, বিকেলে না। এ ধরণের রাজনীতির তামাসা বন্ধ করা উচিত আ'লীগ বা 14 দলের। আরেকটি কথা না বললেই নয়, গত 5টি বছর বিএনপি-জামাত লুটপাট কম করেনি, দ্রব্যমূল্যও লাগামহীন হয়েছে, জনগণের নাভিশ্বাস উঠেছে, কিন্তু এ জন্য কোন ধরণের গঠণমূলক আন্দোলন গড়ে তুলতে পারেনি তারা। তাহলে এখন তাদের এ আন্দোলন করার আসল উদ্দেশ্য কি? বিএনপি জামাত সরকারের দুর্নীতি-স্বজনপ্রীতি ইত্যাদি ছাড়াও বলার অনেক বিষয় থাকা সত্ত্বেও আ'লীগ তা না করে জনগণকে জিম্মি করে এ কোন ধরণের খেলা নেমেছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।