আমাদের কথা খুঁজে নিন

   

6 দিন পুরা পাঙ্খা

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

কাজ করতে করতে ত্যক্ত-বিরক্ত-অভিশপ্ত ! মন মেজাজ খারাপ, মাথাও খারাপ। ছুটি কাটানোর কোন সুযোগ নাই। বাৎসরিক ছুটি গুলো পঁচতে পঁচতে শুটকি থেকে এখন মমি হয়ে যাচ্ছে।

বহু সিস্টেম, হিসাব নিকাশ, দেন-দরবার করে 15-16 ডিসেম্বরের সাথে মিলিয়ে 17-19 ডিসেম্বর 3 দিন ছুটি নিলাম। এতোটাই এগ্রেসিভ ছিলাম যে ছুটি না পেলেও হয়তো অফিসে আসতাম না। বৃহষ্পতি বার দুপুর থেকে শনিবার রাত পর্যন্ত প্রচন্ড ভালো সময় কাটিয়েছি। খুব অল্প সময়ে আমরা এতো জায়গায় ঘুরেছি যে, নিজেদের ও বিশ্বাস করতে কষ্ট হয়। আমরা এই অভিজানের নামে দিয়েছি [গাঢ়] Mission : 50 Hours [/গাঢ়] এ মিশন নিয়ে সামনে আলাদা ব্লগ পোষ্ট করার ইচ্ছা আছে।

মিশন শেষে ঢাকায় আসছি শনিবার রাতে। রবিবার দিন আমার ছুটি, কোন কাজ কর্ম নাই। সময় আর কাটে না। বহু কষ্টে দিন পার করলাম। সোমবার সারা দিন বাসায় কাটালাম।

অসহ্য লাগছে বসে থাকতে, ভাবছি আগামী মঙ্গলবার কি করবো? অবশেষে মঙ্গলবার বিকালে সময় কাটানোর সুযোগ পেলাম। ঘন্টা খানের ভালো সময় কাটালাম প্রিয় দুই ব্লগারের সাথে। আজ সকালে আসলাম অফিসে, যার সাথে দেখা হয় সেই বিশাল হাসি মুখ করে জিজ্ঞাস করে কই ছিলেন এতো দিন। হ্যান্ড শেক, কোলাকুলি অনেক কিছু করতে হলো। খুবই মজা লাগলো সারা সকাল।

সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন আমি দীর্ঘদিন পরে দেশে আসলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।