আমাদের কথা খুঁজে নিন

   

দাদা-দাদির খোঁজ দিল ফেইসবুক

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, হারানো দাদা-দাদিকে খুঁজে পেতে ফেইসবুকে একটি পোস্ট করেন বায়ারলি। তারপর এক অপরিচিত লোক তাদের সন্ধান দেন।
বায়ারলির দাদা ভার্নের বয়স ৮৯ এবং দাদি ইলেইনের বয়স ৮৫ বছর । ১৯ জুলাই এক বন্ধুর সঙ্গে মধ্যাহ্নভোজের জন্য বাসা থেকে বের হন এ দম্পতি। ইলমহার্সট থেকে তাদের গন্তব্যের দূরত্ব ২০ মিনিটের।


যাওয়ার পর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হয়নি। তাদের মোবাইল ফোনটিও ছিল বন্ধ। স্মৃতিবিনাশী রোগ অ্যালঝেইমার্স ও ডিমেনসিয়া রোগাক্রান্ত ছিলেন তারা। সেদিন সন্ধ্যায় শ্বশুর-শ্বাশুড়িকে না পাওয়ায় বায়ারলি বুঝতে পারেন কিছু একটা ঘটেছে।
সেলফোনে তাদের খুঁজে না পাওয়ায় বায়ারলি শুরু করেন অনুসন্ধান।

বায়ারলি ছিলেন অনুসন্ধানী কাজে প্রশিক্ষিত। স্থানীয় ২০০ স্বেচ্ছাসেবী নিয়ে শুরু করেন অনুসন্ধানী কার্যক্রম, কিন্তু তাতে লাভ হয়নি।
এরপর ফেইসবুক পেইজে দাদা-দাদির সন্ধানে তিনি ‘হেল্প ফাইন্ড ভার্ন অ্যান্ড ইলাইন চুইসথাল’ নামে একটি পোস্ট করেন। মাত্র দুই ঘণ্টায় তাতে ৬৫০-এর বেশি লাইক পড়ে। তার আগে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না শিরোনামে একটি লেখা প্রকাশিত হয়।

এতে প্রতিবেশী ও বন্ধুরা পোস্টটি শেয়ার করেন। পেইজটি ৪০ হাজারবার দেখা হয়।
অবশেষে সম্ভাব্য জায়গার নাম প্রকাশ করা হলে স্থানীয় এক ভদ্রলোক তাদের খোঁজ পান। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। দুদিন যাবৎ তারা কোনো খাবার না খাওয়ায় অসুস্থ হয়ে পড়েন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।