আমাদের কথা খুঁজে নিন

   

চোরাইয়া....ধাইয়ি গুই ধাইয়ি গুই

আমাদের গল্প নাটকের "আইটেম" গানের বাংলা অনুবাদ হাজুর গাছত উডিবাল্লাই রসর ঠিল্লা ফারিবারলাই লঙ্গীর গুচ্ছা বান্ধিলু ইকবাইল্লাহ পইর পারত জেডা চিক্কারায় উডানত বই নানি চিক্কারায় হইরজ্জা ধুপ ধুপারদে হন তাইল্লা হন মতে বেরাই ধরি ঠিল্লার মাথা চিবি ধরি লুঙ্গি তুলি চোখ খাডি দিল দূর চোরাইয়া হাইয়্যে ধরা হন্ডে গেলি ধুরু মরা ঠিল্লা লই ধাইয়্যেদে চোরা! চোরাইয়া....ধাইয়ি গুই ধাইয়ি গুই . "হত কিচ্ছা গইরলো চোরা রস হাইবার লাই, হদুয়া মানুষ দুরাইয়্যে তারে তার হনো ঠিক নাই হোনোমতে বেরাই ধরি, ঠেইল্লার মাথা চিবি ধরি, লুঙ্গি তুলি চোখ খাডি দিল দুর চুরাই কিছু বুচ্ছেন? আহেন বাংলা তে দেহি খেজুর গাছে উঠার জন্য রসের হাড়ি পাড়ার জন্য লুঙ্গির গোছা বাঁধল ইকবাল পুকুর পাড়ে জেঠা চেঁচায় ঊঠানে বসে নানি চেঁচায় কলিজা ধুঁক ধুঁক করে কোন তালে। কোনভাবে জড়াই ধরে হাড়ির মাথা চেপে ধরে লুঙ্গি তুলে চোখ বন্ধ করে দিল দৌড় চোর খাইছে ধরা কই গেলি ধুর মরা হাড়ি নিয়ে পালাইলো চোর চোর পালিয়ে গেলো, পালিয়ে গেলো কত কাহিনী করল চোর রস খাওয়ার জন্য কত মানুষ ঘুরাইছে (ঠকাইছে) তারে, তার কোন ঠিক নাই কোনভাবে জড়াই ধরে হাড়ির মাথা চেপে ধরে লুঙ্গি তুলে চোখ বন্ধ করে দিল দৌড় ... চোরা ভিডিও লিঙ্কনে দেন গু-তা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।