আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় আর স্বাধীনতা আমার

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

বিজয় আমার আটাশ বছরের শুদ্ধ মাটির কবর আর স্বাধীনতা আমার কোমর উঁচু দেয়ালে ঘেরা কবরস্থান। কত প্রভাতে অরুন জেগেছে , ফেটেছে কবরের মাটি এই মাটিতেও আজ হরেক রং, কতেক নষ্ট কতেক খাঁটি। শীতের কুয়াশায় কতবার হারিয়েছে দৃষ্টি স্বাধীন সসীম দেয়াল ভুল করে আঘাতে দেয়ালে নির্বোধ মন হারিয়েছে আপন খেয়াল। চুপিসারে বা প্রকাশ্যে দোসর কাফন চোর সব জেগেছে রাতে রাতে নিশুতি চোখ খোলা রাখতে গেলেই সব চোরের ঘা লেগেছে আতে। দূর্বল আমি স্বাধীনতা কামী, পূর্ণিমা তাই হয়েছে তখন অমাবস্যা... কবরের মাঝে আরেক কবরে বসে কভু সবলের প্রতি জেগেছে ভ্রান্ত ঈর্ষা।

বিজয় আমার আটাশ বছরের শুদ্ধ মাটির কবর আর স্বাধীনতা আমার কোমর উঁচু দেয়ালে ঘেরা কবরস্থান। কবরে শুয়ে হাত পা নেড়েছি, উপরে দেখেছি মুক্ত আকাশ সবুজ ছায়ায় স্বপ্ন বুনেছি তবুও চোখে ঠিকই কান্নার প্রকাশ। কবরে কবরে দেয়ালের এ পারে আড়ালে বিছানো কত কত জাল স্বার্থ সন্ধানে কতেক আবার দেয়ালের চারপাশে খুঁড়েছে কালো খাল। স্বার্থে স্বার্থে এরই মাঝে লড়ালড়ি, কবরে কবরে তাই তরতাজা রক্ত স্বাধীনতা কারও কেবলই অস্ত্র আর মন্ত্র, যোগাতে স্বার্থসিদ্ধির ভক্ত। দেয়ালের বাহিরে কারা আবার গোপনে হ্যামিলনের সুর তুলে ডাকে কবরের মাটি আজ মিশে যায় যায় তবু দেশী দুর্জন সব ছোটে ওদিকে।

বিজয় আমার আটাশ বছরের শুদ্ধ মাটির কবর আর স্বাধীনতা আমার কোমর উঁচু দেয়ালে ঘেরা কবরস্থান। কষ্ট প্রাণে -কেন এই বিজয় আজ মৃত্যুর আগে মৃত্যুর মাঝে টানে? শান্তি তবুও- স্বাধীন চত্বরে হাঁটতেতো পারি কণ্ঠে স্বাধীনতার গানে। (১৬ই ডিসেম্বর,২০০৬ সকাল ১০:০০)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.