আমাদের কথা খুঁজে নিন

   

মাশরাফি এভারেস্টে দাঁড়িয়ে ব্রেট লি'কে ছাড়িয়ে

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

2006 সালে ওয়ানডেতে সর্বাধিক উইকেট শিকারি বোলার এখন মাশরাফি। স্কটল্যান্ডের ওয়াটসনের উইকেট নিয়ে রেকর্ড বুকে নিজের নাম লেখালেন 'নড়াইল এক্সপ্রেস'।এ বছর তিনি এ পর্যন- 26 ম্যাচে নিয়েছেন 47 উইকেট। শুক্রবার রেকর্ড গড়ে পেছনে ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান ব্র্যাকেন এবং ব্রেটলি'কে। এ বছর ব্র্যাকেন ও লি'র উইকেট যথাক্রমে 46 ও 44। এ বছর অস্ট্রেলিয়ার আর কোন ওয়ান ডে ম্যাচ না থাকায় মাশরাফির রেকর্ড ভাঙার সুযোগ নেই। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের দ্বিতীয় ওভারেই ওয়াটসনকে হিট উইকেট করে ব্র্যাকেনকে স্পর্শ করেন তিনি। এরপর ওয়াটসকে তুলে নিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি গড়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।