আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞানী.com এ আমত্রন

ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল

বাংলা ভাষায় প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে এবং সবার নিকট প্রযুক্তিকে পৌছে দেয়াসহ আরও কয়েকটি উদ্দেশ্যকে সামনে রেখে আগামী 16ই ডিসেম্বর থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে বিজ্ঞানী.কম (http://www.biggani.com) । বিজ্ঞানী.কম এর উদ্দেশ্যগুলো হল: 1. বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির উপর প্রবন্ধ প্রকাশ করা। ভবিষ্যতে তা বই আকারে প্রকাশ করা। 2. অতীতের বিজ্ঞান /প্রযুক্তির উপর ভাল প্রবন্ধগুলো আর্কাইভ করা। 3. বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের সাক্ষাৎকার গ্রহন ও তা আর্কাইভ করা।

4. নবীন লেখকদের বিজ্ঞান ও প্রযুক্তির উপর লেখার জন্য উৎসাহ প্রদান ও সহযোগিতা প্রদান। 5. নবীন ও প্রবীন বিজ্ঞানী/প্রযুক্তিবিদদের সেতুবন্ধন করা। 6. বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি সংগঠনের সাথে করা এবং দেশে আন্তর্জাতিক মানের বিজ্ঞান মেলা আয়োজন করা। 7. শিশুদের বিজ্ঞানে আগ্রহী করে তোলা 8. নবীনবিজ্ঞানীদের পৃষ্ঠপোষকতা প্রদান ... প্রভৃতি আমরা মনে করি একমাত্র প্রযুক্তিকে গ্রহন এবং এর উন্নয়নের মধ্যেই রয়েছে আমাদের জাতীয় উন্নয়ন। প্রযুক্তিকে বাদ দিয়ে আমাদের উন্নয়ন সম্ভব নয়।

তাই আসুন আমরা প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে এবং আমাদের সকলের নিকট তা গ্রহনযোগ্য করে তুলতে একসাথে কাজ করি। আপনার দক্ষতা/অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন। বিস্তারিত: http://www.biggani.com 16ই ডিসেম্বরের আগে আমাদের প্রাথমিক ওয়েবসাইট রয়েছে http://educationfirstworklater.org/biggani/ ঠিকানায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।