আমাদের কথা খুঁজে নিন

   

please help me. আছেন কি কেউ?

নিজের মাটিকে ভালোবাসুন

আমি বিজয় কীবোর্ডে ভালোভাবে টাইপ করতে পারি। কিন্তু ব্লগে বসে টাইপ করতে একটু কষ্ট লাগে। যেমন কোন বাংলা লেখার মাঝখানে ইংরেজী, আবার বাংলা, আবার ইংরেজী ইত্যাদি ইত্যাদি। আবার কোন লেখা বিভিন্ন রং বা বিভিন্ন আঙ্গিকে সাজাতে চাইলে এখানে ইচ্ছেমত সাজাতে পারি না। যেমন কোন লেখাকে দ্রুত বোলড, আন্ডারলাইন, বড় করা, ইত্যাদি।

msword-এ যেমন ইচ্ছেমত করা যায়। কিন্তু এখানে পারি না। কেউ কি অনুগ্রহপূর্বক সহায়তা করবেন কি করে msword টাইপ করা কোন লেখা (বাংলা) এখানে পেস্ট করতে পারি অনায়াসে। অর্থাৎ বিজয়ের ফন্টে টাইপ করা কোন লেখা এখানে পেষ্ট করা যায়। যদি কেউ এ ব্যাপারে সহায়তা করেন তবে কৃতজ্ঞ থাকব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।