আমাদের কথা খুঁজে নিন

   

মলাট

আমি একজন কামলা...

অনেককাল আমি কোন মলাট বাঁধিনি। পড়াশুনার পাট চুকে গেছে অনেকদিন পুরনো বই খাতা সব বিদায় করেছি এতোদিনে নতুন বইয়ের গন্ধও শুকে দেখিনি অনেকদিন আমি অনেকদিন কোন বইয়ে মলাট বাঁধিনি। আজ অনেককাল পরে হঠাৎ পুরোনো ক্যালেন্ডারের পাতার জন্য ব্যস্ত আমি, এদেয়াল, সেদেয়াল খুঁজে নিয়ে আসি এক টুকরো মসৃণ সাদা কাগজ। ভোঁতা পেপার নাইফটাও যত্নে পাশে রাখি আজ অনেকদিন পরে মলাট বাঁধার উৎসব। তোমাকে নিয়ে লেখা, কবিতার খাতা পূর্ণ হলো আজ দীর্ঘদিনের পথ চলায় ক্লান্ত, জীর্ণ সে খাতাটি, মলিন তার কভার পেইজ। তাই বহুদিন পর আজ মলাট বাঁধতে বসেছি। তোমাকে ধরে রাখতে পারিনি দু'বাহুতে তাই অনুভূতিগুলো বন্দী করেছি দু'মলাটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।