আমাদের কথা খুঁজে নিন

   

কে যাও দরদী মাঝি

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

ধুমধাম ভাঙছে যে পাড় থই থই নদীতে সপাৎ ছৈয়ের নায়ে কে যাও মাঝি শক্ত টানে বৈঠাতে ঝপাৎ? কার ঘরের বধূয়া নায়ে কাঁচা সোনা কী অঙ্গটা তার আড়াল করিয়া যাও লাজে অপরূপ রূপের বাহার? চান্দের পশর গেরস্থের আন্ধার মানিক সারা গায় আষাঢ়ের ঢল নিলো কেড়ে ভরা জোয়ারের ইশারায়! কে যাও দরদী মাঝি একা একবার শুনে যাও কূলে আমার দুঃখেরা আছে জমা ছৈয়ের আড়ালে খোঁপা চুলে! ০৭.১২.২০০৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।