আমাদের কথা খুঁজে নিন

   

আর এক সপ্তাহ বাকী...

ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ

সময়ের কাঁটা বেয়ে পুরোটা সেমিস্টার পার হয়ে গেল। আর এক সপ্তাহ বাকী। ফাইনাল পেপারটা জমা দিতে পারলেই মুক্তি। এদেশে পার্ট টাইম লেখাপড়া খুব কম চাপের মনে হলেও প্রফেসররা অনেক অ্যাসাইনমেন্ট দিয়ে রাখেন । মাস্টার্স শেষ করতে আরও অর্ধেক পথ পাড়ি দিতে হবে ।

শেষ হলেই মুক্তি । এই সেমিস্টারে লিটারেসীর উপর কোর্স ওয়ার্কটাতে অসংখ্য পেপার লিখতে হয়েছে। ফাইনাল পরীক্ষা বলে কিছু নেই । তাই ফাইনাল পেপারটা জমা দিতে পারলেই হয়। তারপর পেপারটা আগামী সপ্তাহে প্রেজেন্ট করতে হবে।

ফুল টাইম চাকরি আর লেখাপড়া সত্যি খুব কস্টের। ক্লাশ থেকে ফিরে আবার কম্পিউটারের সামনে বসতে হয়। অন লাইনে লাইব্রেরীতে সার্চ করতে হয়। গবেষণা জার্নালগুলো অন লাইনে পাওয়ার কারণে তা ডাউনলোড করে পেপার লিখতে খুব একটা ঝামেলা হয় না। তারপরেও লেখার উপর লেখা।

তবুও আনন্দ। আর এক সপ্তাহ বাকী। তারপরে আবার পরের সেমিস্টার নিয়ে ভাবতে হবে। অন্তত: একমাসের বিরতি। চলুক এভাবেই যতক্ষণ পর্যন্ত শেষ না হয়.....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।