আমাদের কথা খুঁজে নিন

   

[রং=#336699][গাঢ়]অলস আলস্য[/গাঢ়][/রং]

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

অলস গান অলস কথোপকথন অলস ভালোবাসা আর একটি অলস কবিতা। আলস্য নেই এমন দিন আজও খুঁজি, সব ভুলে আবার অলসতাতেই ডুবি! কেন এই অহেতুক খোঁজাখুঁজি বললেই হয় তারে সোজাসুজি। ধ্যাত্তেরি এই জীবন! কেন বলে উঠে মন- জানি আসবে সেই সমন জারি হবে যখন নিশ্চিৎ মরণ ইতি, আলস্য জীবন! তবুও বর্তমানে সেদিনের আগে, প্রার্থনাঃ অলস সময়ে অলসতার কাছে অলস আবেদন- আলস্যের আঁধারে একটু আলোর ছোঁয়া দাও...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।