আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণপক্ষ-শুক্লপক্ষ

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

হঠাৎ আঁধার নামে চারদিক ঘিরে মেঘের আড়ালে লুকায় পূর্ণিমা চাঁদ জ্যোৎস্নার স্নিগ্ধেরা হারায় কৃষ্ণ গহ্বরে তেমনি মেঘলা রাত এসেছিলো জীবনে একেকবার; কাতর হয়নি তবু, কতো যে আঁধার ছিলো দু'টি চোখ জুড়ে জ্যোৎস্নার আশায় শুধু কাটিয়েছি যুগ- কতোনা বছর! জানি, জীবন মাড়িয়ে যায় জীবনের সুখ তুমিও কী ছিলে তেমনি নিঠুর এক দু'পায়ে মাড়িয়ে গেছো স্বপ্নের প্রহর! দেখোনি পূর্ণিমা রাত, মায়াবী জ্যোৎস্নার সুখ পেয়েছো ভয়টা শুধু মেঘলা রাতকে অন্ধকারে, অবিশ্বাসে সারাটা জীবন জুড়ে; জানোনি কখনো মেঘে মেঘে কৃষ্ণকাল কেটে গেলে অমাবশ্যা শেষে পূর্ণিমার রাত আসবেই একদিন আমি রইবো তোমারই, ছিলাম যেমন আগেরই মতোন। ০৬.01.২০০৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।