আমাদের কথা খুঁজে নিন

   

সেই দরজা

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

সেই দরজাটা কখনও হারিয়ে যায়নি... বিস্মৃতির অস্পষ্টতায় হয়নি একাকার, তাকে আটকেছি বাঁধনে ভার্চুয়াল জগতে। বাম হাতে বেধেছি শিকল , ঝুলিয়ে দিয়েছি নিচে। অচেনা অনেক পথ তাই পাড়ি দিয়ে ফেলেছ সাথে সাথে সে শিকল আর তবুও তার ওপর মাথা আটকে রেখেছে ঠিকই সেই দরজা। সেই দরজা কত কত চেনা... ছুঁয়ে দেখেছে প্রাণ তাকে কত কত বার... সেই দরজার ওপাশে চলে গেলে বঞ্চিত হতে হবে নিশ্চিত কত কত কিছু হতে। তবুও সেই দরজার ওপাশে যাবার আকর্ষন অযুত প্রবল... জিইয়ে রেখেছি মনে প্রাণে তব আকর্ষন চির, তাইতো আজও সেই দরজাতে শিকল সৃষ্ট বন্ধন। ৫/২/২০০২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।