আমাদের কথা খুঁজে নিন

   

কাল রাতে ক্যাসিনো রয়াল দেখলাম

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

ক্যাসিনো রয়াল নিয়ে একটু আলাদা উত্তেজনা কাজ করছিল। কাল রাতে মোটামুটিভাবে সে উত্তেজনা সামাল দেয়া গেল। দেখলাম ইয়ান ফ্লেমিং-এর প্রথম আর বন্ড মুভি সিরেজের শেষ ক্যাসিনো রয়াল। বন্ড সিরিজের 21টার মধ্যে আমি দেখছি 9টা।

কিন্তু আমি বুঝতে পারছিলাম না কেন ইয়ান ফ্লেমিং-এর প্রথম উপন্যাস নিয়েই মুভি হয়নি এতদিন। ক্যাসিনো রয়ালে ফ্লেমিং বন্ডকে গড়ে তুলেছেন। 00 খেতাব থেকে সিক্রেট সার্ভিসের 007 খেতাব পেয়েছে সে এ উপন্যাসেই। ছোট ছোট অভিযান করছে। খণ্ড খণ্ড অভিযান শেষ করে শেষে পেঁৗছাচ্ছে সেই জুয়া খেলার আসরে যেখানে বুটিশ সরকারের পক্ষ থেকে জুয়া খেলে অপরাধীকে জিততে দেবে না।

অস্ত্রব্যবসায়ীদের পাওনা মেটাতে দেবে না। দুটি সুন্দর লাড়কি থাকলেও আর্লি বন্ড তেমন একটা ইয়ে হলো না দেখলাম। কিছু আছে। যা না থাকলেই নয়। বন্ড এখানে তেমন একটা নিষ্ঠুরও না।

ডেনিয়েল ক্রেইগকে নিয়ে যতই বিতর্ক হোক তিনি আসলে আর্লিবন্ডের মতোই। বন্ডের সিগনেচার পাওয়া গেল শুধু শেষ দৃশ্যেই যখন সে মি. হোয়াইটকে গুলি করে বলে। মাই নেম ইজ বন্ড। জেমস বন্ড। মার্টিন ক্যামবেল গোলেডন আই করেছিলেন।

মজা লেগেছিল। এবারও যথেষ্ট সচেতনতার সঙ্গে প্রথম জেমস বন্ডের ডকুমেন্টেশন করেছেন। খারাপ কী? তবে লোকজন কেন এত দেখছে এই মুভি এটা আমার তেমন বোধগম্য হচ্ছে না। আমি তাস খেলা বুঝি না। জুয়া তো নয়ই।

ফলে আমি তেমন একটা উত্তেজনা পাইলাম না। তবে অ্যাকশন, রোমানস আর ছোটাছুটিতে মজা পাইছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।