আমাদের কথা খুঁজে নিন

   

মামারা একটু এদিকে আসেন!! সরি! আপনারাতো আমার বাপের শালা হন না।

.... ► মামা একটা চা দুই কাপে দেন তো! ► মামা টিএসসি যাবেন? ► মামা দুইটা ঝাল মুড়ি দিয়েন, একটাতে ঝাল বেশী হবে ► মাম্মা জটিল একটা মুভি আইছেরে, চল দেইখা আসি। ► মামা হুডটা তুইলা দিয়েন তো! এতক্ষণ যেসব মামাদের কথা বলেছি, তারা কি আমার বাপের শালা লাগেন? যদি না লাগেন তাহলে গড়ে সবাইকে আমরা ‌‌‍'মামা' বলি কেন? আচ্ছা এই 'মামা'র আবিষ্কার কবে বা কে শুরু করেছেন, কেউ বলতে পারবেন কি? মামা টাইপের আরো সম্পর্ক আছেতো। যেমন- চাচা, ফুফা, খালু ইত্যাদি। অথবা স্মার্টলি ইংরেজিতে ডাকতে পারেন Uncle বলে। আমি ব্যক্তিগতভাবে সবাইকে ভাই বলেই সম্বোধন করতে পছন্দ করি। যারা দেখতে বেশী মুরুব্বী টাইপের তাদেরকে সম্বোধন করি Uncle।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.