আমাদের কথা খুঁজে নিন

   

শীর্ষ 5 প্রতিযোগী গেলো পরবর্তী রাউন্ডে-ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

ছালমা, নিশীতা, কিশোর, মুহিন, পলাশ, রন্টি এবং পুতুল সাত ক্লোজআপ তারকা গত পর্বে গাইলেন ব্যান্ডের গান। আর এই ব্যান্ডের গানের মধ্য দিয়ে শীর্ষ 7 থেকে বিদায় নিতে হলো 2জনকে। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় এখন টিকে আছে র্শীষ 5 জন। এই র্শীষ 5জকে নিয়ে আজ প্রচারিত হবে ক্লোজআপ ওয়ানের এ পর্ব।

বিচারকদের রায় ও দর্শক এসএমএস-এ শীর্ষ 5-এ যাওয়া শিল্পীরা হলেন_ছালমা, নিশীতা, কিশোর, মুহিন এবং রন্টি। দেবাশীষ বিশ্বাস ও সামিয়া আফরিনের উপস্থাপনায় রাত 9টা 25 মিনিটে অনুষ্ঠানটি আজ প্রচারিত হবে এনটিভিতে। বিচারকদের রায় ও এসএমএস-এ এখনো পর্যনত্দ শীর্ষে অবস্থান করছেন ছালমা। তিনি বিচারদের কাছ থেকে নম্বর পেয়েছেন 37, এবং দর্শক এসএমএস পেয়েছেন 3 লাখ 884। তার প্রাপ্ত নম্বর হলো 84।

তার পরপরই অবস্থান করছেন মুহিন। তিনি বিচারকদের কাছ থেকে নম্বর 47, এবং দর্শক এসএমএস পেয়েছেন 1 লাখ 49 হাজার 688। তার প্রাপ্ত নম্বর হলো 70। এরপর আছেন রন্টি। তিনি বিচারদের কাছ থেকে নম্বর 47, এবং দর্শক এসএসএস পেয়েছেন 92 হাজার 6 শত 26।

তার প্রাপ্ত নম্বর হলো 62। 4র্থ অবস্থানে আছেন নিশীতা। তিনি বিচারকদের কাছ থেকে নম্বর 43, এবং দর্শক এসএসএস পেয়েছেন 1 লাখ 11 হাজার 73। তার প্রাপ্ত নম্বর হলো 60। এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে পরবর্তী রাউন্ডে গেছেন কিশোর।

তিনি বিচারকদের কাছ থেকে নম্বর 43, এবং দর্শক এসএসএস পেয়েছেন 74 হাজার 937। তার প্রাপ্ত নম্বর হলো 55। তানভীর খানের প্রযোজনায় 'ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ 2006' অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কারী মোসত্দফা জামান রায়হানী। ক্লোজআপ ওয়ানের বিচারক হিসেবে আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবী। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার এবারের স্লোগান 'গাও বাংলাদেশ গাও'।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.