আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দর যত ভয়ঙ্কর প্রাণী

সৃষ্টিকর্তা তার সকল সৃষ্টিকেই তৈরি করেন নির্মল সুন্দর হিসেবে । কিন্তু তাদের বাহ্যিক সৌন্দর্য আর প্রকৃতিতে তাদের ব্যাবহার সেম হবে এমন আশা করাটা কিন্তু বোকামি । এমন অনেক প্রাণী দেখতে পাবেন যা নিজের সৌন্দর্য দিয়ে শিকার করে । ঠাণ্ডা রক্তের এইসকল প্রাণী দেখতে যতই সুন্দর হোক , ভয়ঙ্কর হতে এদের সময় কিন্তু একটুও লাগবে না । দেখা যাক এরকম কিছু ভয়ঙ্কর সুন্দর ... ১ ।

উলভারিন এটি একটি মোটা পশমের পেশিবহুল প্রাণী । দেখতে অনেকটা ভালুকের মতই । এর আক্রমনাত্তক স্বভাবের বিশ্বজোড়া খ্যাতি আছে । এর থেকে বড় সাইজের কিছু মারতে এর সময় লাগে না । ২ ।

অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ অন্যান্য জেলিফিশ থেকে এর পার্থক্য হল এর দেহটা অনেকটা কিউবিক । যেখানে অন্যান্যদের দেহ ছাতার মত । একে দেখা যাবে প্রানভরে । কিন্তু ছুলেই বিপদ । পৃথিবীর বিষাক্ত প্রানিদের একটি এটি ।

যার ৬০ জন মানুষকে পরপার দেখাতে প্রয়োজনীয় বিষ আছে । ৩ । কেশয়ারি দেখতে উটপাখির মত । অস্ট্রেলিয়া ও নিউ গিনিতে পাওয়া যায় । কেশয়ারি সাধারনত লুকিয়ে থাকতে ভালবাসে ।

কিন্তু একবার বিরক্ত হলে এর থেকে ভয়ঙ্কর কেও হবে না । ৪ । পয়জন ডার্ট ফ্রগ(বিশাক্ত ব্যাঙ) প্রকৃতির অনন্য সৃষ্টি । তারা নিজেদের গায়ের রঙ পরিবর্তন করতে পারে খুব সহজে । যা তাদের অনন্যতার মুল রহস্য ।

তাদের এই অসাধারণ রঙ এর কারন হল বিষাক্ততা । মানুষকে হয়তো মারতে পারবে না কিন্তু ছোটখাটো পশু কিংবা তার সাঁতার করা পানি পানে মানুষও মরতে পারে । ৫ । লোপারড সিল মায়াবি প্রাণী । নরম শরীর, সুন্দর নাক আর কাল চোখ ... মনে হবে ডলফিনের একটা স্থলজ ভার্শন ।

কিন্তু তারা প্রকৃতির সবথেকে ভয়ঙ্কর শিকারি । ৬ । ডিঙ্গো শুধুমাত্র শিশু অবস্থাতেই যা কিউট দেখতে লাগবে । এরপরে কিন্তু মটেও সুবিধার না । এর সম্পর্কে বুজুর্গ ব্যাক্তিরা যা বলেন তা হল “ DO NOT LET A DINGO PLAY WITH YOUR INFANT. It took 7,000 years of breeding and training to make your pet dog. This is not your pet dog. This is a dingo.” ৭ ।

নীল রিংএর অক্টোপাস ছোট্ট এবং সুন্দর । ৫-৮ ইঞ্চির এই প্রাণী একটা মানুষকে মারার জন্যে যথেষ্ট বিষ রাখে । এর শিকার পদ্ধতি হল প্রথমে শিকারকে ধরে ফেলা, বিষ প্রদান, এর পরে সে শিকারের মাংস চুষে খায় । মানুষকে কামর দিলে যদি দ্রুত চিকিৎসা করা না হয় , তাহলে পেরালাইসিস হয়ে মৃত্যুর সম্ভাবনা বেশী । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।