আমাদের কথা খুঁজে নিন

   

লোকজ ছড়ার ধাঁধা-2

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

আরও দু'টো লোকজ ছড়ার ধাঁধা দিলাম। চেষ্টা করেই দেখুন না! ১.বড় গাঙ্গে বড় কই মাগুড়ে ভাঙ্গে কাডা এই শিলুক ভাঙ্গাইতে পারলে পাহাড়পুরের বেডা পাহাড়পুরের বেডা না তে কুতুব খাঁর নাতি এই শিলুক ভাঙ্গাইতে লাগে আশ্বিন আর কাতি। উত্তর:......কাছিমের পিঠ [তথ্যসূত্র: রহিমম উদ্দিন, ইশ্বরগঞ্জ, ময়মনসিংহ] ২.এতো ছোট্ট দীঘিটা কইয়ে উড় উড় করে রাজা আহে বাদশা আহে তুইল্লা সেলাম করে। উত্তর:......হুক্কা [তথ্যসূত্র: লাকী, কাংশা, মদনপুর]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।