আমাদের কথা খুঁজে নিন

   

...... ...... আমার দিন 7



এখন প্রাইভেট পড়ার মজা বুঝতেছি । আমি আর তানি মজা করে ঘুরে বেড়াই । কখন সখনও এদিক ওদিক যাই । তবে শুধু মার্কেটে যাওয়া হয় । শুধু মাকের্টে এক মাথা থেকে আরেক মাথায় চক্কর মারা ।

গত কাল বই কিনতে গেলাম । দোকানদার বলতেছে কিসের বই দরকার । মাস্টার্স নাকি অনার্সের আমরা লজ্জা পাইলাম । লোকটা বলল অসুবিধা নাই ছোটদের বইও আছে । এমন অপমান ।

বড় ক্লাসে পড়ি না বলে কি ছোট বলবে ? সহ্য করা যায় না । বই কিনে চলে আসলাম । কিছুক্ষন ঘুরে বাসায় আসলাম । সেদিন এক বান্ধবীর বাসায় গেলাম । ওর একটা ছোট বান্দর ভাই আছে তাই আলমারির চাবি ফ্রিজে ডুকায় রাখে ।

আজীব । তারপর একটা শক্ত মরা মাছ এর মুখ থেকে চাবি বের করল । তিন ফেন্ড মিলে হাটতেছি । দেখি একটা প্রজাপতি উড়ে আসতেছে উচিত ছিল উনাকে সাইড দেওয়া কিন্তু পারলাম না । শেষমেষ প্রজাপতি সাইড দিল আমাদের ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।