আমাদের কথা খুঁজে নিন

   

আজ কিছুই নেওয়ার নেই,দেওয়ার আছে শুধুই কয়েক ফোঁটা চোখের পানি

ঘুমিয়ে পড়ার আগে......

রাশেদ আজ তার প্রিয় একটি গাছের নিকট এসেছে। কিন্তু ওখানে গাছ বলতে আজ কিছুই নেই। পড়ে আছে শুধু শিকড়। আজকের আগে রাশেদ কখনো বুঝতে পারেনি এই গাছ তার কাছে কত প্রয়োজনীয় ছিল। অনেক পুরানো কথা আজ রাশেদের মনে পড়ে যাই।

এই গাছের ছায়ায় বসে, এই গাছের ফল খেয়ে,ডালে ডালে দোল খেয়েই রাশেদ তার শৈশবের অনেক সময় কাটিয়েছে। রাশেদ বড় হতে থাকে ,আর ভুলে যেতে থাকে সেই গাছ টিকে। অনেক দিন পর গাছটির সাথে রাশেদের দেখা হয়। গাছ রাশেদের কাছে জানতে চাই তুমি কি আমাকে ভুলে গিয়েছ?আজ তুমি আবার আমার ছায়ায় বস,গাছের ডালে দোল খাও। রাশেদ বলে আমি এখন বড় হয়ে গিয়েছি।

এগুলো এখন আমার ভাল লাগেনা। আমার অনেক অনেক খেলার সামগ্রী আছে। গাছ বলে তুমি আমার ফল গুলো পেড়ে নাও,তা বিক্রি করে তোমার খেলার জন্য কিছু কিনে নাও। রাশেদ গাছের সব ফল পেড়ে নেয়। কিন্তু গাছটি রাশেদের আর দেখা পাই না।

গাছটি রাশেদের অপেক্ষায় থাকে। অনেক অনেক দিন চলে যাই। হঠাৎ একদিন গাছটি রাশেদ কে দেখতে পাই। গাছ জানতে চাই রাশেদ তোমার মন খারাপ কেন। তুমি আমার ছায়ায় বস।

তোমার হয়ত ভাল লাগবে। রাশেদ বলে আমার যে সময় নাই। আমর পরিবারের জন্য অনেক কাজ করতে হয়। তাদের জন্য ঘর বানাতে হবে। আজ আমার অনেক টাকার প্রয়োজন।

গাছ রাশেদ কে বলে তুমি আমার ডালপালা কেটে নাও। আর তা দিয়ে তোমার পরিবারের জন্য ঘর বানাও। রাশেদ গাছের সব ডাল পালা কেটে নেয় আর তা দিয়ে ঘর বানিয়ে নেয়। গাছটি আবার একা হয়ে পড়ে। রাশেদের কথা খুব মনে পড়তে থাকে ।

একদিন গাছ রাশেদ কে দেখতে পাই। রাশেদ কে আজ খুব বৃদ্ধ,একাকী আর দুর্বল মনে হচ্ছে। গাছ বলে রাশেদ কি হলো তোমার। আমার খুব ইচ্ছে করে তোমার জন্য কিছু করতে। কিন্তু আজ তোমাকে দেওয়ার মত কিছুই নেই।

এমন কি আমি তোমাকে সামাণ্য পরিমাণ ছায়া ও দিতে পারছিনা। রাশেদ বলে আজ আমি বড় অশহায়। বড় একা। আমার যে কেউ নেই । তাই তোমার কাছে ছুটে এসেছি আশ্রয় পাওয়ার আশায়।

আজ তোমার থেকে কিছু নেওয়ার নেই শুধু দেওয়ার আছে কয়েক ফোঁটা চোখের পানি। ...................................................................................... বাবা--যে জাইগাই আমি রাশেদের চেয়েও অনেক অনেক পিছিয়ে আছি। (লিখাটার থিম একটা মেইল থেকে পাওয়া)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।