আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা-না-কবিতা

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

আমাদের সুপ্তি-জাগরন সন্তপ্ত রমন অবসাদের দীর্ঘ গ্রহন শরীর খুঁড়ে ভালোবাসার খোঁজ আমাদের নির্লিপ্তি শঙ্কিত অনুতাপ উদাসিন সঙ্গম বিষন্নতার করাল গ্রাসে রোজ -------------------------------------------- সুকান্তের পদবি কি ছিলো? ভট্টাচার্য চক্রবর্তি কিংবা চট্টোপাধ্যায়? প্রথমেই চট্টোপাধ্যায় বাদ পড়ে কারন নিছক নান্দনিকতা কখনও মনে হচ্ছে ভট্টাচার্য কখনও মনে হচ্ছে চক্রবর্তি আজকাল ম্রিয়মান অবসাদগ্রস্থ দিন যায় আমার স্বপ্ন আর বাস্তব, স্মৃতি আর কল্পনার তফাত বুঝি না মোটেও তবে সুকান্তের সাথে ভট্টাচার্য লাগালেই মানানসই হয় এমনটাই বিশ্বাস এখনও আমার,যদিও কিছু কিছু পদবিবিহীন নাম আমাদের চেতনা আসন গেঁড়ে বসে থাকে, কিছু ডাক নাম কিছু সংকেত কিছু দৃশ্য সাংকেতিক হয় খুব ----- মুহূর্তঅনেক ঐতিহ্য ধরে রাখে মানুষ পাথর সাজিয়ে দূর্গ বানায় যেমন সেভাবেই ঐতিহ্য সরিয়ে নতুন নির্মান চায় তবু মাঝ রাতে হঠাৎ মনে পড়লো আজ সুকান্তর পদবি কি ছিলো? -------------------------------- এটাকে কবিতা বলতে পারছি না, কিছু গোঁজামিল আছে, প্রথমত হোঁচট খাওয়ার মতোই একটা প্রায় পরিচিত উপমা মাথার কোনো গোপন ঘুপচিতে আটকা পড়ে আছে। সেই উপমার শেষে মুহূর্ত শব্দটাকেও স্পষ্ট বসাতে পারি, কোথাও পড়ে চটক লেগেছিলো হয়তো, সেই মনে না পড়া শব্দটাকে কোনোদিন খুঁজে পাওয়া গেলে, সেই প্রেক্ষিতটা পাওয়া গেলে হয়টো কবিতা বলা যেতো। ইদানিং খুব পরিশ্রমবিমূখ তাই এই সামান্য শব্দটার হদিশ না করেই না-কবিতার সমাপ্তি ঘোষনা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।