আমাদের কথা খুঁজে নিন

   

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রয়োজন

অবসরের আড্ডা!!!

2006-07 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য ভর্তির সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন, যাতে ছাত্রছাত্রীদের ভর্তির সময় হিমশিম খেতে না হয়। সেজন্য জবি ভর্তি কমিটির ভর্তি কার্যক্রম নিয়ন্ত্রণ করা দরকার। 2005-06 সেশনে বুয়েট কর্তৃপক্ষের ভর্তি কার্যক্রম নিয়ন্ত্রণ করায় ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে। তা হল তিন-চারবার ভর্তি ফল প্রকাশ। বিষয়ভিত্তিক ফল প্রকাশ।

ফল প্রকাশের পর প্রাপ্ত নম্বর গোপন থাকা। সাক্ষাৎকারের সময় পছন্দের বিষয় বাছাই করতে না দেয়া। ইচ্ছা অনুযায়ী বিষয় প্রদান। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নীতিমালায় সরাসরি সাক্ষাতের সময় প্রাপ্ত নম্বর জানা ও পছন্দের বিষয় প্রদান করা হয়। কিন' জবিতে তার উল্টো।

সুনির্দিষ্ট ভর্তিনীতির অভাবে চার-পাঁচ মাসব্যাপী কার্যক্রম পরিচালিত হয়। ফলে ছাত্রছাত্রীদের ক্লাস শুরু করতে বিলম্ব হয়। এ কারণে কোর্স শেষ হয় না। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের প্রাণের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এখানেও ভর্তি কার্যক্রম পরিচালনা করা হোক। জবি ভর্তি কমিটি ভর্তি কার্যক্রম নিয়ন্ত্রণ করুক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.