আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাপি ব্লগিং !!! দেখতে দেখতে কেটে গেলো একটি বছর ......



ফেসবুকে বন্ধুরা মাজে মাজে কিছু লিঙ্ক শেয়ার করত, পরে সেই লেখা গুলো পড়তাম সাথে অন্যদের লেখা গুলোও দেখতাম , ভাল লাগতো। ২০১২ সালের ১৬ ই সেপ্টেম্বর অবশেষে একটা অ্যাকাউন্ট খুলেই ফেলি somewherein ব্লগে । হাটি হাটি পা পা করে আজ এক বছর পূর্ণ হল ব্লগ জগতে। অনেকের অ্যাকাউন্ট সেফ না হলেই মডুদের কৃপায় এক মাসের আগেই আমি সামুতে সেফ হই , অবশ্য এ জন্য সবাইকে মিষ্টিও খাইয়েছি। আমি খুব একটা লেখালেখি করি না , মাজে মাজে কোন বিষয় বা নিউজ শেয়ার করি , সবার সাথে একটু মজা করি এর মধ্যেই সীমাবদ্ধ ।

কোন ব্লগারের সাথেও খুব একটা পরিচয় ছিল না বা ফেসবুক এ ব্লগের কোন গ্রুপেও অ্যাড ছিলাম না , এক কথায় কাউকেই চিনতাম না । ২০ শে নভেম্বর, ২০১২ শিশু অধিকার দিবসে ছোট্ট সোনা রুশানের জন্য একটা পোস্ট দিয়ে ভার্সিটিতে ক্লাস করতে যাই। দুপুরে একটা নাম্বার থেকে ফোন আসে '' আপনার পোস্ট স্টিকি করা হয়েছে , আপনি পাঠকের মন্তব্যগুলোর উত্তর দিন। '' পরে জানতে পারলাম জানা আপু ফোন দিছিল। মজার বিষয় ছিল তখন আমি স্টিকি কি তাই জানতাম না ।

পরে বিষয় টা বুজতে পারছি । এরপর রুশানের জন্য শিপু ভাইয়ার অফিসে যাই সেখানে বেশ কয়েক জন বল্গার ভাইয়ার সাথে পরিচয় হয় । এরপর বিজয় র‍্যালি ২০১২ , ব্লগ ডে ২০১২ , রুশানের জন্য চিত্রকলা প্রদর্শনীতে গিয়ে সামুর আরও ব্লগারদের সাথে পরিচয় হয়। সবার সাথে পরিচিত হয়ে ভালোই দিন কাটত ব্লগে। কিন্তু স্মাপ্রতিক সময়ে খুব একটা আসা হয় না ব্লগে।

তারপরেও মাজে মাজে ডু মারি প্রিয় বলে। বিশেষ কৃতজ্ঞতা - জানা আপু , শরতৎ ভাইয়া , আমিনুর ভাইয়া , আরমান ভাইয়া, শিপু ভাইয়া, কাল্পনিক ভালবাসা , কান্ডারী অথর্ব ভাইয়া , ঘুড্ডির পাইলট ভাইয়া , সঞ্জয় নিপু ভাইয়া , লক্ষ্মীপেঁচা আপু , অনির্বাণ তন্ময়, ফারাহ আপু , s r jony ভাইয়া অন্যদের নাম এই মুহূর্তে ভুলে গেছি দুঃখিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.