আমাদের কথা খুঁজে নিন

   

গভীর রাতের গান

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

খুউব ... খুউব গভীর যখন রাত। . যখন তাবৎ প্রেমিক তার প্রেমিকার সাথে, যখন তাবৎ সংসারী সুখের ঘুমে স্বপ্ন দ্যাখে, যখন প্রকৃতিও নিঝুম নি:শব্দতায় হারিয়ে যায়, তখন নির্জনতায় একা জেগে থাকার গান। যখন রাতের গভীর রহস্যময়তায় অন্য প্রেমিকেরা, অন্য প্রেমিকের জন্য অপেক্ষার প্রস্তুতি নেয় - এ সেই ধ্যানের গান। এ এক সুলতানের দরবারের কোনো রাত জাগা মাহফিলের গান। . লিখেছিলেন কবীর।

গেয়েছেন প্রিয় আবিদা পারভিন। . G Mvb শুধুই গভীর রাতের একাকী শোনার গান। কোলাহলের অথবা ব্যস্ততায় শোনার গান নয়। . মাটি কহে কুমহারসে তু কেয়া রোন্দে মোঁয়? একদিন এ্যায়সা আয়েগা ম্যায় রোন্দেগী তোঁয়। . - কবীর।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।