আমাদের কথা খুঁজে নিন

   

বিষ্ময়কর->11

www.nahidlink.com

ইংরেজী নিউইয়র্ক সিটি শব্দটি লিখতে মোট 11টি অক্ষর প্রয়োজন হয়। ইংরেজিতে আফগানিস্তান শব্দটি লিখতেও একইভাবে 11টি অক্ষর প্রয়োজন হয়। রামসিন ইউসেব নামের ভয়ঙ্কর সন্ত্রাসী, যে 1993 সালে সর্বপ্রথম ওয়ালড ট্রেড স্টোরের টুইন টাওয়ার ধ্বংসের হুমকি দেয়, তার নাম ইংরেজিতে লিখতেও মোট 11টি অক্ষর প্রয়োজন হয়। বিষয়টি খুবই কাকতালীয় বলে আপতত মনে হচ্ছে। কিন্তু যখন জানা যায়, নিউইর্য়ক সিটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্টের প্রদেশক্রম তালিকার অন্তুভর্ুক্ত 11তম প্রদেশ, তখন একটু অবাক হতে হয়।

টুইন বিলিডংয়ের উত্তর টাওয়ারে যে বিমানটি প্রথম আঘাত করে সেটির ফ্লাইট নাম্বারও ছিল 11। এই বিমানে মোট যাত্রী সংখ্যা ছিল 92 জন (9+2=11)। দক্ষিন টাওয়ারে আঘাত করা দ্্বিতীয় বিমানটির যাত্রী সংখ্যা ছিল 65 (6+5=11) জন। যে সন্ত্রাসী হামলার কতা বলা হচ্ছে সেটি সংঘটিত হয়েছিল 11 সেপ্টেম্বর। মার্কিন যুক্তরাষ্টসহ অনেক দেশে এদিনটি 9/11 নামে পরিচিত।

আবার মার্কিন যুক্তরাষ্টের জুরুরি কলের নাম্বারও 911। খুবই কাকতালীয়ভঅবে এ সংখ্যাগুলোকে যোগ করলেও যোগফল হয় 11 (9+1+1=11)। 11 সেপ্টেম্বরের সমগ্র সন্ত্রাসী হামলায় ছিনাইকৃত বিমানগুলোর মোট যাত্রী সংখ্যা ছিল 254। সংখ্যাগুলো যোগ করলেও যোগফল 11 হয় (2+4+5=11)। পনজিকা অনুযায়ী 365 দিনে এক বছর।

সেই হিসাবে 11 সেপেম্বর হচ্ছে বছরের 254তম দিবস। দিবসটির সংখ্যাগুলোকে একত্রে যোগ করলেও ফলাফল 11 হয় (2+5+4=11)। কাকতলীয়ভাবে হোক বা অন্য যে ভাবে হোক, 9/11 আবার যোগফল 9+1+1=11। হতে পারে সবই কাকতলীয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।