আমাদের কথা খুঁজে নিন

   

আম জনতার ভোট



ছোটবেলা থেকে দেখেএসেছি ভোটের আগের দিন রাতে গ্রাম্য মাতবররা পকেটে কাগজের নোট নিয়ে এ বাড়ি ওবাড়ি ভোট খরিদ করতে বের হতো। সারা জীবন অবহেলিত হয়ে যারা বসবাস করে; যাদের স্বপ্নগুলো ওই ভোট ক্রেতারা বছরের পর বছর ধরে ছিঁড়ে ফানা ফানা করে দেয়- তারাই ওই রাতে কাগজের কয়েকটি নোটের বিনিময়ে আবারো ভোটের দালালদের হাতে তাদের স্বপ্নগুলো 5 বছরের জন্য অবিবেচকের মত লিজ দিয়ে দেয়। এই নীরিহ আম জনতা নিজেরা নিজেদের ভাগ্যরেখা বক্র থেকে বক্রতর করে তোলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।