আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহীতে ব্যবসায়ী হত্যা দায়ে দুজনের ফাঁø

রাজশাহীতে ব্যবসায়ী আমিনুল হক হত্যা মামলার রায়ে দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো সারোয়ার হোসেন ও আবদুল হাকিম। হত্যাকাণ্ডের প্রায় আড়াই বছর পর গতকাল রাজশাহীর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলম খান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিতদের আদালতে হাজির করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ এপ্রিল আমিনুল হককে অপহরণ করে সারোয়ার হোসেন ও আবদুল হাকিম। এরপর তারা আমিনুলের স্ত্রী সালমা সুলতানা সীমার মাধ্যমে ২০ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। তিনদিন পর গভীর রাতে নগরীর আলুপট্টি এলাকার সারোয়ারের বাড়ি থেকে বস্তাবন্দী মৃতদেহের ৯ টুকরো উদ্ধার করে। এ সময় ওই বাড়ি থেকে মুক্তিপণের ২০ লাখ টাকাসহ সারোয়ার ও হাকিমকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় আমিনুলের স্ত্রী সালমা সুলতানা সীমা বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে সিআইডি পুলিশ গত বছরের ৩০ সেপ্টেম্বর এ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। সারোয়ার ও হাকিম এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি এন্তাজুল হক বাবু বলেন, গত ২২ এপ্রিল মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। এতে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.