আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহই কেবল ইবাদতের যোগ্য

আল্লাহ যেমন বিশ্ব জগতের স্রষ্টা, তেমন সব জীবেরও স্রষ্টা। আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। পবিত্র কোরআনে সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতে জিন ও মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহপাক ঘোষণা করেছেন, 'আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এ জন্য যে তারা আমারই ইবাদত করবে। ' পবিত্র কোরআন এবং মহানবী (সা.)-এর হাদিসে যারা আল্লাহর ইবাদত করে, যারা তার প্রতি আনুগত্য পোষণ করে তাদের জন্য সুসংসবাদ দেওয়া হয়েছে। পরকালে তারা জান্নাতের আনন্দময় জীবন লাভ করবে।

আর যারা আল্লাহর প্রতি অনুগত নয়, যারা তার ইবাদতে অনাগ্রহ দেখায় কিংবা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে তাদের জন্য কঠিন সাজার কথা ঘোষণা করা হয়েছে। তাদের স্থান হবে জাহান্নামে।

আল্লাহর প্রতি নিরঙ্কুশ আনুগত্য তথা তার ইবাদত করলে পরকালে জান্নাতের মোহনীয় জগতে বসবাসের নিশ্চয়তা রয়েছে। তবে বান্দার ইবাদতের লক্ষ্য নিছক জান্নাত প্রাপ্তির জন্য হওয়া উচিত নয়। বরং তা হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

সূরা আনআমের ১৬২ নং আয়াতে বান্দার উৎসর্গিত মনোভাব কেমন হওয়া উচিত সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে। ওই আয়াতে বলা হয়েছে, 'আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন ও মৃত্যু আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বজাহানের মালিক। ' আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্য তৈরি করলেও বান্দাকে বুঝতে হবে ইবাদত করা না করার মধ্যে আল্লাহর কিছু আসে যায় না। তিনি মানুষ বা জিনসহ কারোর ইবাদতের মুখাপেক্ষী নন। তবে মানুষ বা জিন ইবাদতের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি বিধান করতে পারে।

যেহেতু তাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা সেহেতু সেটি পূরণের মাধ্যমে তারা নিজের কৃতজ্ঞতা তথা নিজের আনুগত্যের পরিচয় দিতে পারে। এ কারণে হজরত আলী (রা.) বলতেন হে আল্লাহ! আমি জাহান্নামের ভয়ে বা জান্নাতের লোভে তোমার ইবাদত করি না, আমি তোমার ইবাদত করি কারণ তুমি ইবাদতের যোগ্য।

আল্লাহই কেবল আমাদের ইবাদতের যোগ্য এ জন্য যে, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের তিনি প্রতিপালন করেন, আমাদের আহার জোগান। সর্বক্ষেত্রেই বান্দা তার মুখাপেক্ষী। আর কোনো সত্তা এ সক্ষমতার অধিকারী নয়।

আল্লাহ আমাদের তার ইবাদত করার তাওফিক দান করুন।

লেখক : ইসলামী গবেষক।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.