আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন - সাদিক মোহাম্মদ আলম

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



আজকে 16ই নভেম্বর সাদিক মোহাম্মদ আলমের জন্মদিন। শুভ জন্মদিন হে বন্ধু আমার। তোমার জীবনের অনুজ্জ্বল দিনগুলো সরিয়ে উজ্জ্বলতর দিন আসুক সেই শুভ কামনায়। উপহার হিসেবে রবীন্দ্রনাথের GKwU Mvb - দুই হাতে - কালের মন্দিরা যে সদাই বাজে, ডাইনে বাঁয়ে দুই হাতে, সুপ্তি ছোটে নৃত্য উঠে নিত্য নতুন সংঘাতে। বাজে ফুলে, বাজে কাঁটায়, আলোছায়ার জোয়ার ভাঁটায়, প্রাণের মাঝে ওই-যে বাজে দু:খে সুখে শঙ্কাতে।

তালে তালে সাঁঝ সকালে, রূপ-সাগরে ঢেউ লাগে। সাদা-কালোর দ্্বন্দ্বে যে ওই ছন্দে নানার রঙ জাগে। এই তালে তোর গান বেঁধে- কান্নাহাসির তান সেধে নে, ডাক দিল শোন মরণ বাঁচন নাচন-সভার ডঙ্কাতে। ([link|http://udvranto.blogspot.com/2006/11/blog-post_16.html|e

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।