আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিন রাষ্ট্র’ লেখার নির্দেশ

পশ্চিম তীরের সরকারি দলিল ও কাগজপত্রে ‘ফিলিস্তিন রাষ্ট্র’ উল্লেখ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল রোববার তিনি এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন বলে জানিয়েছে ওই দেশের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। মাহমুদ আব্বাস বলেন, সরকারি দলিল ও কাগজপত্রে ‘ফিলিস্তিন রাষ্ট্র’ লিখলে তা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগকে উত্সাহিত করবে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান ও ভূমির ওপর সার্বভৌমত্বের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। দেশের পাসপোর্ট, পরিচয়পত্র, গাড়িচালকের অনুমতিপত্র (ড্রাইভিং লাইসেন্স) এবং অন্যান্য কাগজপত্রে এখন পর্যন্ত ‘ফিলিস্তিন কর্তৃপক্ষ’ মুদ্রিত রয়েছে। এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসগুলোকে তাদের কাগজপত্রে ‘ফিলিস্তিন রাষ্ট্র’ ব্যবহারের নির্দেশ দেন মাহমুদ আব্বাস। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। মাহমুদ আব্বাসের দাবির পরিপ্রেক্ষিতে গত নভেম্বরে জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পায় ফিলিস্তিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।