আমাদের কথা খুঁজে নিন

   

ছি: ছি: আজিজ ভাইয়ের জয়গান



আজিজ(খাইয়ালামু) ভাই, কেমন আছেন? আপনার তো ভাল মন্দ বুঝার ক্ষমতাই নাই। তারপরও জিগআইলাম। আচ্ছা আপনার হৃতপিন্ড কি কাঠ দিয়া বানানো? এত এত মানুষ দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা চেষ্টা তদবির করেও একটু যদি টলাতে পারত। জানতাম গন্ডারের চামড়া সবচেয়ে পুরু। ভুল জানতাম।

আরে গন্ডার তো আপনারে দেখলে স্যালুট দিবে। এক বন্ধুরে বলছিলাম ডা: মোহিত কামাল মিরপুরের দুই বোনরে যেমন ভাল বানাইয়া দিছিল বেচারা আজিজ ভাইরেও তেমন একটা কিছু করে দিতে পারত। বন্ধু কইল আরে মন থাকলে ত মানসিক ডাক্তার কিছু করতে পারবে। হালায় আজিজ্যার ত মন ই নাই। হা তাই ত আপনার ত মন ই নাই।

খোদা মাল একখান বানাইছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।