আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী রাষ্ট্রে বাপের ব্যাটাদের জায়গা নাই

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

ইসলামী রাষ্ট্র ব্যাবস্থা ও তার স্বরুপ নিয়ে অনেক আলোচনা, প্রশ্ন তুলেছি ব্লগে। আলোচনা হয়েছে কিন্তু সে সব বুজর্গ ও যারা নিজেদেরকে ইসলামী রাষ্টচিন্তার অনুসারী ও দিশারী হিসেবে ভাবেন, তারা কোন প্রশ্নের সরাসরি উত্তর দেননি। গায়ে মবিল মাখিয়ে নিয়েছিলেন আগেই, পিছলে বেরিয়ে যান আসল প্রশ্নের মুখোমুখি হলেই। তবে ইসলামী রাষ্ট হলে সে রাস্ট্রের চেহারা কেমন হবে, তার আলামত এখানেই দেখিয়ে যাচ্ছেন এক ব্লগার ও তার গুটিকয়েক অনুসারীরা। 1) অন্য কোন মতের স্থান এ রাষ্ট্রে নেই।

ভিন্নমতধারীকে মোরতাদ ঘোষনা করা হবে। আমাদের বহুল আলোচিত মহামান্য ব্লগার আরেক ব্লগার চোরকে মোরতাদই ঘোষনা করলেন। তার কথার উস্মাদনা, ধরণ ধারণই এর প্রমাণ রাখে। তবে এখানে যতোটা ভিন্নমত অপরাধ হিসেবে ধরা হয়েছে, তারচেয়ে আরো বড় অপরাধ ছিল ভিন্ন ভাষার ব্যবহার। লেখকের বোধগম্য ভাষা ব্লগার চোর ব্যবহার করনেনি।

সেই সাথে আরো কয়েকজন ব্লহারকেও মোরতাদের তালিকায় তুলে দেয়া হলো। 2) স্বাধীন বক্তব্য রাষ্ট্রের কাঠামোয় আঘাত করা সামিল। সমস্ত তাই বক্তব্যকে সেন্সর করা হবে। একজনের মন্তব্যকে কালো সেন্সরের কাপড় পরিয়ে যেমন করেছেন আমাদের বহুল আলোচিত মহামান্য ব্লগার। "যা কিছু এই রাষ্টের চোখে না ভাল, তাকেই আমি পড়াব কালো"।

এখানে আমাদের বহুল আলোচিত মহামান্য ব্লগার নিজেকেই সে রাষ্ট্রের ভালো, মন্দ ও হর্তা কর্তা হিসেবে ভাবেন। 3) বিরুদ্ধচারীদের শিরা ও রগ কেটে দেয়া হবে, অপছন্দনীয় মন্তব্য কেটে দেয়া হচ্ছে ইচ্ছেমতো। ইণ্টারনেট মাধ্যম বলেই বাঁচোয়া। নইলে প্রকাশ্য বিচারে ফাঁসিও হতে পারতো। সেখানে আমাদের বহুল আলোচিত মহামান্য ব্লগার নিজেই জল্লাদের ভুমিকা নিতে পেরে সন্মানিত বোধ করতেন।

ইসলামী রাষ্টে শুধুমাত্র ভিন্নমতই অপরাধ নয়, ভিন্নভাষাও অপরাধ। মহামনিষীর নাম করার সময় রাষ্ট্রের সংবিধিবদ্ধ নিয়ম মেনে চলতে হবে। দেশীয় হরফে হলেও আরবী ব্যবহার অবশ্য কর্তব্য। এই রাস্ট্রে কেউ "বাপের ব্যটা থাকবে না"। "বিন ও বিনতে" থাকলে বাপের ব্যাটা না হলেও চলবে।

অন্য ধর্মীয় মনীষী, বিদ্বান, চিন্তাবিদদের সম্পর্কে পড়াশোনা, এমনকি তাদের নাম মুখে আনাও এই রাষ্ট্রে এক দন্ডনীয় অপরাধ। এদেরকে এদের মৃত্যুর আগে বা পরে মোরতাদ ঘোষনা করা হলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.