আমাদের কথা খুঁজে নিন

   

নিউ জেনারেশন ব্যালট পেপার

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

সামনে ইলেকশন, জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে খুব সতর্কতার সাথে। [গাঢ়] অপেক্ষাকৃত কম মন্দ লোকদের [/গাঢ়] নিবার্চিত করতে করতে আজ আমাদের দেশের এই অবস্থা। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

তাই আর অপেক্ষাকৃত কম মন্দ লোকদের নিবার্চিত করা নয়। এখন চাই ওদের সরাসরি প্রত্যাখ্যান, অযোগ্য, অবাঞ্চিত ঘোষনা দেওয়া যায় এমন একটি ব্যালট পেপার। যে ব্যালট পেপারের মাধ্যমে পছন্দের প্রার্থী কে ভোট দেওয়ার পাশাপাশি অপছন্দের প্রার্থী কে প্রত্যাক্ষান করার সুযোগ থাকবে। [গাঢ়] ভোট দানের পদ্ধতি ঃ [/গাঢ়] এই ব্যালট পেপারে একজন ভোটার তার পছন্দের প্রার্থী কে ভোট দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ 03 (তিন) জন প্রার্থী কে অযোগ্য হিসাবে মতামত প্রদান করতে পারবে। আবার কোন প্রার্থী পছন্দ না হলে [গাঢ়] 'না ভোট' [/গাঢ়] দিতে পারবে।

[গাঢ়] সম্ভাব্য ফলাফল ঃ [/গাঢ়] 01। স্বাভাবিক ভাবে আগের মতই একজন প্রাথর্ী নিবার্চিত হবে। 02। অযোগ্য প্রাথর্ী কারা কারা তা জানা যাবে। 03।

প্রথম তিন অযোগ্য প্রার্থী কে পরবতর্ীতে কোন নিবার্চনে অংশগ্রহন করতে দেওয়া যাবে না। 04। অযোগ্য হওয়ার আশংকা থাকায় রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী মনোনায়নের বিষয়ে সচেতন হবে। 05। 'না ভোট' এর মাধ্যমে জানা যাবে কত ভাগে মানুষ মনোনীত প্রার্থীদের চায় না।

[গাঢ়] আহবান ঃ [/গাঢ়] ব্লগার বন্ধুদের কাছ থেকে আরো আইডিয়া চাচ্ছি, কি ভাবে একটি অভিনব ব্যালট পেপার তৈরী করে যোগ্য প্রার্থী নির্বাচিত করা যায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।