আমাদের কথা খুঁজে নিন

   

এরস

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

এরস একটি মুভি নয়, এরোটিসিজম নিয়ে তিন পরিচালকের ছবির একটি সংকলন। মাইকেলঅ্যাঞ্জেলো আন্তনিওনি, ওঙ কার ওয়াই ও স্টিফেন সোডারবার্গ-এর তিনটি ছোট মুভির সংকলন। মাইকেলঅ্যাঞ্জেলো আন্তনিওনির কোনো মুভি আগে আমি দেখি নাই। ওঙ কার ওয়াইও দেখি নাই।

শুধু স্টিফেন সোডারবার্গের কয়েকটি মুভি শুধু দেখা আছিল। ওঙ কার ওয়াই ও আন্তনিওনি দেখতে হবে। মাইকেল অ্যাঞ্জেলোর অংশটির না দ্য ডেঞ্জারাস থ্রেড অব থিংস। এই মুভিতে আছে এক ক্লান্ত ও পিরশ্রান্ত কাপল। যারা নিজেদের বিষয় নিয়ে আলাপের জন্য উপযুক্ত জায়গা খুঁজে বেড়াচ্ছে।

ঘুরতে ঘুরতেই ছেলেটি দেখা পায় একটি মেয়ের। তার সঙ্গে হঠাৎ একটি ডেট হয় তার। মেয়েটি সৈকতে নাচতে নাচতে নগ্ন হয়ে শয়ে পড়লে একই ভাবে নাচতে নাচতে ছেলেটির সঙ্গী মেয়েটিও নগ্ন হয়ে তার কাছে যায়... ওঙ কার ওয়াই পরিচালিত অংশটির নাম হ্যান্ড। হংকং-এর এক উচ্চ সারির কর্লগার্লের পোশাকের ডিজাইন করতে যায় এক তরুণ দর্জি। হট কলগার্ল তার হাত মেরে দেয়।

এই ঘটনায় অভিভূত দর্জি তার প্রতি প্রথমে মুগ্ধ হয় তারপর তার প্রেমে পড়ে যায়। এই নারীর শেষ জীবন দুঃখের। জটিল যৌন ব্যাধিগ্রস্ত অবস্থায় যখন তিনি শয্যাশায়ী তখন দর্জি তার জন্য সুন্দর ডিজাইন করা একটি জামা নিয়ে যায়। তাকে তার ভালোবাসা জানায়। নারীটি বলে এখন আমি তোমার জামার দাম শোধ করতে পারবো না।

এমনকি তোমার সঙ্গে শুতেও পারবো না। কিন্তু আমার আছে এই হাত। প্রথমবার এই হাতই তোমাকে দিয়েছিলাম। এবারও এই হাতই তোমাকে দিতে পারি। তার নিষেধ সত্ত্বেও দর্জি তার সঙ্গে বিছানায় যায়।

সে নিজেও আক্রান্ত হয় যৌন রোগে। স্টিভেন সোডারবার্গের মুভিটির নাম ইকুইলিব্রিয়াম। এই মুভিতে ব্যস্ত এক এক্সিকিউটিভ এরোটিক এই স্বপ্ন দেখে। এই স্বপ্ন নিয়ে সাইকয়াট্রিস্টের সঙ্গে কথা বলে সে। পাগলাটে সাইকিয়াট্রিস্ট অদ্ভূত উপায়ে টেবিলে শুইয়ে ার কথা শোনে।

কিন্তু শেষ পর্যন্ত মনে হয়। এরোটিক স্বপ্নটাই বাস্তব, সাইকিয়াট্রিস্টের ঘটনাটাই স্বপ্ন। এই সংকলনটি রিলিজ হয়েছিল 2004এ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।