আমাদের কথা খুঁজে নিন

   

পাখি টি বন্দি আছে দেহের খাঁচাই

ঘুমিয়ে পড়ার আগে......

রাস্তার ধারের বড় গাছ টাতে দুটো পাখি থাকে টোনা আর টুনি.তারা দু জনেই সকাল থেকে বেড়িয়ে পড়ত খড় ,কুটো জোগাড় করার জন্য.তারপর অনেক কষ্টে,অনেক যন্তে তাদের এই ঘড় বানানো. সামনে শীত আসছে.ঘড় টাকে মজবুত করা দরকার .আর কিছু খাবার ও জমিয়ে রাখতে হবে.আজ বড় রাস্তার মাঝখানে কে জানি কিছু খাবার ফেলে গিয়েছে.টোনা-টুনির খুব লোভ হয় খাবার গুলো সংগ্রহ করার.কিন্তু রাস্তাটাতে বড় বড় গাড়ি গুলো এত দ্রুত চলে যে তাদের ভয় ও করতে থাকে.কোন বিপদ ঘটে আবার...... তারপরেও টোনা-টুনি খাবারের লোভ সামলাতে পারে না.তারা খুব সাবধানে রাস্তার মাঝখান থেকে অল্প অল্প খাবার সংগ্রহ করতে থাকে.কিন্তু হঠাৎ টুনি খাবার নিয়ে আসার সময় বড় এক ট্রাকের ধাক্কায় রাস্তার এক পাশে পরে যাই.টোনা,টুনির কাছে ছুটে আসে.আর টুনির নিথর দেহ টাকে ধাক্কাতে থাকে.কিন্তু টুনি যে নরে না...... বাতাসে যখন টুনির পাখা গুলো নড়ে উঠে টোনা তার কাছে ছুটে আসে এই বুঝি টুনি উড়াল দিল.আবার তাদের চলা শুরু হবে.টোনা তার ভাষায় চিৎকার করে টুনি কে ডাকতে থাকে.কিন্তু টুনি যে তার সে ডাকে সারা দেয় না.টোনা তা মানতে পারে না.কেন এমন হবে........ টোনা বড় ডালটা তে বসে চিৎকার করতে থাকে.কিন্তু কে বুঝে তার কষ্ট.সন্ধ্যার আগে আগে কারা জেন টুনির দেহ টাকে ডাস্টবিনে ফেলে দেয়.আর টোনা বড় গাছ থেকে উড়াল দেয়.সে উড়তেই থাকে, উড়তেই থাকে......সূর্য অস্ত যাই কিন্তু টোনা আর বাসাই ফিরে যাওয়ার টান অনুভব করে না.সে উড়তেই থাকে মনের মাঝে প্রচন্ড ব্যাথা নিয়ে........ ............................................... পাখি গুলো কারা চিন্তে পেরেছেন তো??? ............................................... পাখি টা বন্দি আছে দেহের খাঁচাই, পাখি টা আাাাাাাাাাাাা ও তার ভবের বেড়ি পায়ে জড়ানো উড়তে গেল পরিয়া যাই দেখলে পরে জুড়াই আঁখি, ানান রংয়ের নানান পাখি আকাশে তে উইড়া বেড়ায় ও তার ভবের বেড়ি পায়ে জড়ানো উড়তে গেল পরিয়া যাই (মমতাজ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.