আমাদের কথা খুঁজে নিন

   

আড্ডাবাজী

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

আড্ডা শব্দটা অনেকের কাছে শুনতে খারাপ লাগলেও আমার কাছে ভালো লাগে। ভালো লাগাটাই স্বাভাবিক কারন আমি নিজেই একসময় আড্ডাবাজ ছিলাম। এখন কাজের চাপে শুধু শুক্রবারেই পুরানো বন্ধুদের সাথে আড্ডা দেই।

তবে এখন কেন জানি আগের মত আড্ডা দিতে পারি না। খুব মিস করি অতীতের আড্ডা। একটা সময় ছিল যখন তিন বেলা আড্ডা না দিতে পারলে ভাত হজম হতো না। কলেজে আড্ডা, রাস্তায় আড্ডা, মাঠে আড্ডা, গাছ তলায় আড্ডা ইত্যাদি শত পদের আড্ডা ছিল নিত্য সঙ্গি। তবে এই আড্ডা কখনো নেশা বা সন্ত্রাসের জগতে হয়নি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।