আমাদের কথা খুঁজে নিন

   

নাজুক'স

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

নাজুকস পরিস্থিতি। ইয়াজুদ্দিন সাহেব যখন দেশের প্রেসিডেন্ট হইল তখন আমাদের ঢা. বি. এর সয়েল সায়েন্স এর ছাত্র-ছাত্রীদের খুশি আর ধরেনা। ভি.সি. ফায়েজ ওদের, প্রেসিডেন্ট ওদের। হাসি ওদের উপচাইয়া উপচাইয়া পড়ে। এখন গোবেচারা প্রেসিডেন্ট পিলো প্রতিযোগীতায় হেরে '' কন বনেগা উল্লু '' হট সিটে বসছে।

আহা বেচারা সয়েল সায়েন্সের মাটির মানুষটির জন্য আমার মায়াই হয়। একজন প্রধান উপদেষ্টা হওয়া খুব সহজ কাজ নয়। পদ বিচারে এটাকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পদের সাথে তুলনা করলে বিশাল ভুল হবে। আমাদের দেশে প্রেসিডেন্ট আর মৎস্য ভবনের বিলবের্াড একই জিনিস। এনালগাস।

যার ক্ষমতা বেশী পয়সা বেশী তার দ্্রব্যে বিলবের্াডে শোভা পায়। সংসদে যাদের বেশী আসন তাদের বক্তব্য/চিন্তা প্রেসিডেন্টের মধ্য দিয়ে প্রকাশ পায়। সে র্অথে তিনি ক্ষমতাসীন দলের মুখপাত্র, দেশের কিছু না। এটাই আমাদের প্রেসিডেন্টের হাল। আর প্রধানমন্ত্রী হবার জন্য একটা নিরেট মাথা, তার থেকে ও নিরেট অহং এবং ততোধিক নিরেট ফালু জাতীয় চেলা থাকিলে প্রধানমন্ত্রী হওয়া যায়।

প্রধান উপদেষ্টা ইজ বিগার দেন দিস্। কেন? প্রধান উপদেষ্টা আসলে কি? দুটি বিবদমান ধর্ূত শেয়ালের মধ্যে মধ্যস্থতা করবার জন্য এই উপদেষ্টা নামক প্রাণীটার জন্ম। সুতরাং উপদেষ্টা কে চতুর হতে হবে। কিভাবে দুই শেয়ালের মাঝখানে থেকে মুরগী পালন করতে হয় সেটা জানা আবশ্যক। প্রাক্তন প্রধান উপদেষ্টা লতিফুর রহমান দায়িত্ব গ্রহণের তিন মাস বা তারও পর্ূবে থেকেই প্রস্তুতি শুরু করেছিলেন।

কি ধরণের প্রস্তুতি? প্রত্যহ ছয়টি জাতীয় দৈনিক পড়া। গুরুত্বপর্ূণ তথ্যাদি টুকে রাখা। গোলন্দাজ ভাই কাকে গোলা মারছে থেকে শুরু করে কোন সচিবের ডানা গজিয়েছে। পর্ূবের অভিজ্ঞতা আমাদের বলে, যে সরকার ক্ষমতায় আসে প্রশাসন যন্ত্র তার বংশবদ হয়ে যায়। বংশবদ প্রশাসন বংশী বাজানোর আগেই হাতে হারিকেন ধরিয়ে দেওয়া আবশ্যক।

এই কাজ করবার জন্য ভীষণ ইনটেলিজেন্ট, দৃঢ় এবং হোমওয়র্াক করা একজন প্রধান উপদেষ্টা দরকার। আমাদের ইয়াজুদ্দিন সাহেব কয়দিন আগে মৃতু্যর সাথে কুস্তি করে তার প্রেসিডেন্ট পদ ফেরত পেয়েছেন। তিনি এখন পরকালের হিসেব নিকেশ করলেই ভাল মানাত, ইহকালের এই চরম দায়িত্বপর্ূণ পদে তাকে মানায় না। তিনি যোগ্য নন। তাকে এই পদে 10 নম্বরে 1 দেওয়া যেতে পারে।

সে হিসেবে আমাদের এক ধর্ূত শেয়াল মুরগী বাগানো প্রতিযোগীতায় এক কদম এগিয়ে গেল ইয়াজুদ্দিন সাহবের প্রধান উপদেষ্টা হবার সুবাদে। অন্য শেয়াল খামচি-খামচির হুমকি ধমকি দেওয়া শুরু করেছে। হোলড অন। টাইটেন ইয়োর সিট বেলট। জোট বদ্ধ শেয়ালদিগের মহা সংগম শুরু হলো বলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।