আমাদের কথা খুঁজে নিন

   

কোচ উলমারকে শোয়েবের থাপ্পড়!

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

নিষিদব্দ ড্রাগ সেবনের দায়ে ইতিমধ্যেই ত্রিক্রকেট থেকে দু'বছরের জন্য নিষিদব্দ হয়েছেন পাকিস্টস্নান সঙ্িড সদ্বার শোয়েব আখতার। তারপরও বিতর্ক থামছে না ত্রিক্রকেট বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এ বোলারকে নিয়ে। চ্যামঙ্িয়ন্স ট্রফি চলাকালে তার দলের কোচ বব উলমারকে থাপ্টপ্পড় মারেন_ এমন অভিযোগ উঠেছে শোয়েবের বিপক্ষে। এছাড়া চ্যামঙ্িয়ন্স ট্রফিতে এ সঙ্িড সদ্বারের আরো অপকর্মের কাহিনী বেরিয়ে আসছে।

হোটেলে সমঙ্হৃর্ণ অযাচিতভাবে ভারতের অসদ্ব্রেলিয়ান কোচ গ্রেগ চ্যাপেলের রুমের দরজায় তিনি ধাক্কা দেন এবং চ্যাপেলের স্ট্পীকে লক্ষ্য করে বাজে মনস্নব্য করেন বলেও পাওয়া গেছে অভিযোগ। অপকর্ম এখানেই কিন্তু শেষ নয়। হোটেলের এক নর্তকীকে তার সঙ্গে নাচার জন্য জোর করেন এবং এটা করতে না পেরে হোটেল করিডোরে চিল্ক্নাচিল্কি্ন করেন। আর এ অভিযোগ আনেন চ্যামঙ্িয়ন্স ট্রফিতে পাকিস্টস্নান ত্রিক্রকেট দলের নিরাপত্তার দায়িত্দ্বে নিয়োজিত থাকা সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল অনিল কাউল। গত 17 অক্টোবর চ্যামঙ্িয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচের জন্য প্র্যাকটিস শেষে টিম বাসে আসার সময় উলমারের সঙ্গে ঝামেলা বাধে শোয়েবের।

চ্যানেল এনডি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে কাউল বলেন, 'বাসের মধ্যে শোয়েবকে কৌতুক করে কিছু বলেন উলমার। এতে রেগেমেগে কোচ উলমারের ঘাড়ে থাপ্টপ্পড় মারেন শোয়েব। ' এ ঘটনার কথা অবশ্য স্ট্বীকার করেননি উলমার। তবে শোয়েব যে শৃগ্ধখলা পরিপন্থী কিছু করেছিল সেটা অবশ্য স্ট্বীকার করেন এ পাকিস্টস্নানি কোচ। তার ভাষায়, 'এ ধরনের গুজব কেন ছড়ানো হয় সেটা আমি বুঝি না।

শোয়েব আমাকে থাপ্টপ্পড় মেরেছে_ এমন কোনো ঘটনাই ঘটেনি। সেদিন সল্পব্দ্যায় শৃগ্ধখলা ভঙ্গের বিষয়ে শোয়েবকে সাবধান করে দেওয়া হয়। এ নিয়ে দু'জনের মধ্যে সামান্য সমস্যা তৈরি হয়। ' এ ঘটনার দু'দিন পর ড্রাগ টেসদ্বে পজিটিভ প্রমাণিত হওয়ার পর চ্যামঙ্িয়ন্স ট্রফি থেকে শোয়েব ও আসিফকে দেশে পাঠিয়ে দেয় পাকিস্টস্নান ত্রিক্রকেট বোর্ড। হোটেলে নির্দিষদ্ব মেয়েটির সঙ্গে নাচার জন্য শোয়েব জোরাজুরি করেন এবং ব্যর্থ হওয়ার পর করিডোরে চিল্ক্নাচিল্কি্ন করেন বলেও ওই সাক্ষাৎকারে জানান কাউল।

কাউল আরো জানান, 'ভারতীয় দল যেখানে অবস্ট্থান করছিল সেখানেও যান শোয়েব। দুর্ঘটনাবশত তিনি ধাক্কা দেন ভারতের অসদ্ব্রেলিয়ান কোচ গ্রেগ চ্যাপেলের রুমের দরজায়। বেরিয়ে আসেন চ্যাপেল ও তার স্ট্পী। এ সময় রাতের পোশাক পরে ছিলেন চ্যাপেলের স্ট্পী। চ্যাপেলের স্ট্পীকে লক্ষ্য করে কিছু একটা বলেন তিনি।

' নিজ বক্তব্যের সমর্থনে কাউল আরো বলেন, 'পরদিন সকাল বেলায় নাশতা করার সময় শোয়েবের এসব উল্কল্টাপাল্কল্টা আচরণ নিয়ে পাকিস্টস্নান টিম ম্যানেজারের সামনে রীতিমতো ঝড় তোলেন উলমার। ' শোয়েবের বিপক্ষে কঠোর ব্যবস্ট্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন চ্যাপেল বলেও জানান কাউল। এ জাতীয় মারাত্দ্মক অভিযোগগুলো অবশ্য অস্ট্বীকার করছেন শোয়েব। বলেছেন, 'এ জাতীয় কোনো ঘটনাই ঘটেনি। কোনো প্রমাণ ছাড়াই এমন অভিযোগ আনায় আমি বিস্ট্মিত।

' :::সমকাল::

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।