আমাদের কথা খুঁজে নিন

   

যারা নাস্তিক তথা আসিফদের মৃত্যু কামনা করে ধর্ম কে কলঙ্ক মুক্ত করতে যেয়ে আসিফদের পাবলিসিটি বারিএ দেয়!

একজন আলোচিত ব্লগার আসিফ মহিউদ্দিন হামলার শিকার হবার পর থেকেই আজ এখন পর্যন্ত তাকে নিয়ে গালা গালি, সমালোচনার শেষ নেই। আসিফ কে গালা গালি, তার মৃত্যু কামনা তার গালে জুতা মারা, ইত্যাদি ভাবে হেয় প্রতিপন্ন করার কারন কম বেশি আমরা সবাই জানি। সেই উল্লেখ যোগ্য কারন গুলোর মধ্যে অন্যতম হল সে একজন নাস্তিক। সে ধর্ম বিশ্বাস করে না তার লেখা গুলো ধর্ম বিরোধী। তার ধর্ম বিশ্লেষণী লেখা গুলোতে ধর্মের বিরুদ্ধে যেভাবে যুক্তি দেখানো হয় এবং ধর্ম যে মানুষেরই মন কে সান্তনা দেবার জন্য গড়া তা যেভাবে ফোটে উঠে, তাতে করে আর ধার্মিক দের ধর্ম রক্ষা হয় না।

ধার্মিক দের ধর্ম হাল্কা হয়ে যায়! তখন কিছু ধার্মিক বেক্তি আছে যারা তাদের ধর্ম কে পুনরায় ভারী করার জন্য আসিফ এর মত নাস্তিক দের লেখায় গিয়া হাগু করে, বিস্রি ভাবে গালি গালাজ করে তাদের নিজেদের শরীরই অপবিত্র করে ফেলে। কিন্তু এমন একজনকেও পাউয়া যায় না যারা সুস্থ যুক্তির মাধ্যমে সেই সব ধর্ম বিরোধী লেখা গুলোর যুক্তি খণ্ডন করতে। যদিও দুই একজন যুক্তি দেখায় কিন্তু তাদের সেই যুক্তির শেষ কথা হল, ''যাই বল না কেন, তাল গাছ কিন্তু আমার'' যেই সব মূর্খের দল আসিফ কে নিয়ে এই ধরনের নোংরামি করে যাচ্ছে এবং বুঝাইতাছে যে আসিফের মত একজন নাস্তিকরে গালাগালি করলেই, আসিফ কে মেরে ফেললেই, আসিফ কে জুতা পেটা করলেই তাদের ধর্ম রক্ষা হয়ে যাবে, তাদের ধর্মে আসিফ যে কালিমা মাইক্ষা দিছিল তা মুছে যাবে । তাহলে আমি বলবো তোমাদের আমি মূর্খ বলে এতটুকু ভুল করি নি। তার কারন, হিন্দু মুসলমান খ্রিষ্টান, যদি সৃষ্টিকর্তা বলে কিছু থেকে থাকে এবং তোমরা তোমাদের সৃষ্টিকর্তা কে ভগবান, আল্লাহ্‌, ঈশ্বর যাই বলে থাকনা কেন, তাদের যদি সত্যিই কোন ধর্ম থেকে থাকে তাহলে সেই ধর্মে কখনো কোন সাধারন মানুষ কালিমা মাখতে পারবেনা।

তাই অযথা নাস্তিকদের মৃত্যু কামনা করে নিজেদের ইমানের দুর্বলতার পরিচয় দিও না। আর যদি তোমরা ভেবে থাকো যে এভাবে আসিফ রা ধর্ম নিয়া লেখা লেখি করলে মানুষ সব বিধর্মী হয়ে যাবে , তাই এদের মৃত্যু কামনাই শ্রেয়, তাহলে আমি বলবো তোমাদের সৃষ্টিকর্তার উপর কোন বিশ্বাস নেই। তোমরা নিজেরাই ধর্ম টা কে সত্যি বলে মাননা। শুধু মাত্র বাণিজ্য করার জন্য ধর্ম কে ব্যাবহার কর। কারন এমন কোন শক্তি নাই যে সৃষ্টিকর্তার ধর্ম কে অবজ্ঞা করে কেও নাস্তিক হয়।

আর যদি অএই যায় তাহলে সেটাও সৃষ্টিকর্তার ইচ্ছা। কারন আমরা সবাই জানি সৃষ্টিকর্তার ইচ্ছা বা হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাই পরি শেষ এইটাই বলতে চাই, আস্তিক ভাইয়েরা, তোমরা নাকে তেল দিয়া ঘুমাও। কারন এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হইতাছে। তাই আর আসিফের চরকায় তেল না দিয়া এইবার নিজের চরকায় তেল দাও।

আর যদি টা না কর তাহলে বুঝা গেল তোমরা আল্লার বা সৃষ্টিকর্তার ইচ্ছার দাম দিতে জাননা। আর যদি সৃষ্টিকর্তা থেকে থাকে তাহলে এই দাম না দেউয়ার জন্য কেয়ামতে তোমাকে চড়া মূল্য দিতে হপে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.