আমাদের কথা খুঁজে নিন

   

ভোল পালটানো জামায়াত নেতারা

ত্রিশ লক্ষ শহীদের আত্মদানের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে রাজাকারের কোনো স্থান নাই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হলো। বিভিন্ন রাজনৈতিক দল তাঁকে শ্রদ্ধা জানায়। আমার ঠিক মনে নেই জামায়াতে ইসলামীর কোনো মন্ত্রী বা নেতা তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন কিনা। যদি এই দলটির পক্ষ থেকে কেউ সেখানে গিয়ে থাকেন তবে আবারো প্রমাণিত হবে জামায়াত নেতাদের কোনো কথার ঠিক নেই। ছবিতে 1971 সালে শহীদ মতিউর রহমান সম্পর্কেজামায়াতের সাবেক আমির গোলাম আযম এবং বর্তমান আমীর মতিউর রহমান নিজামীর বক্তব্য দেয়া আছে। 1971 সালে জামায়াত নেতা গোলাম আযম বলেছিলেন, 'জামায়াত কর্মীরা রেজাকারে ভর্তি হয়ে দেশের প্রতিরক্ষায় বাধ্য, কেননা তারা জানে তথাকথিত (!) 'বাংলাদেশে' ইসলাম ও মুসলমানদের জন্য কোন স্থান হতে পারে না। জামায়াত কর্মীরা শহীদ হতে পারে কিন্তু পরিবর্তিত হতে পারে না। সেই তথাকথিত বাংলাদেশে আজ জামায়াতের মতো সাচচা মুসলমানেরা কীভাবে টিকে আছেন এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।