আমাদের কথা খুঁজে নিন

   

কান দিয়ে শোনা, মন দিয়ে শোনা



আমার জাগ্রত সত্ত্বায় শব্দেরা ছুটে বেড়ায়। প্রতিনিয়ত শব্দ শুনি, হাজার রকমের শব্দ। কান পাতলেই শুনি- শিশুর কান্না, মানুষের চীৎকার, মিছিলের আওয়াজ আর নেতাদের গলাবাজি। আরও শুনি শব্দেরা মিছিল করে- করে হৈ চৈ, দেয় শ্ল্লোগান, উন্মত্ত পিকেটার ভাঙ্গে ব্যারিকেড। ছোঁড়ে টিয়ার-সেল, রাবার-বুলেট, মারে দুমদাম ইট পাটকেল, হয় গাড়ী ভাঙ্গচূড়, ফোটে তাজা বোমা আর ককটেল।

কান পাতলেই শুনি- গাড়ীর বিরক্তিকর হর্ণ, ফেরিওয়ালার ডাক- সাধে পপকর্ণ, গোলাপ, বেলী আর কদমের আঁটি। হাতে গুঁজে দেয় ফুলের মালা- কিশোরীর চোখে মুখে আকুতি মাত্র দশটি টাকা। আমার জাগ্রত সত্ত্বায় শব্দেরা ছুটে বেড়ায়। প্রতিনিয়ত শব্দ শুনি, হাজার রকমের শব্দ। শব্দ শুধু শব্দ হয়ে বাজে আমার কানে, তোমার কথা ইচ্ছে হলেও হয়না শোনা মন পেতে।

এখন থেকে তোমার কথাই শুনবো আমি মন দিয়ে- শব্দ যতই আসুক কানে তেড়ে ফুড়ে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।