আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন হিসাব নিকাশ

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

অনলাইনে হিসাব নিকাশ করা মোটামোটি ঝামেলা হলেও অস্ট্রিয়ায়, স্কুল কলেজে এমনকি ইউনিভার্সিটিতে অনেক জনপ্রিয় । কারণ শিক্ষার মাধ্যম হিসেবে কম্পিউটার অগ্রাধিকার সবসময়ই পেয়ে থাকে । তাছাড়া দৈনন্দিন ছোট খাট কাজ থেকে ব্যবসাক্ষেত্র পর্যন্ত অনলাইনে হিসাব নিকাশ করা যায়, এ জন্য গুগল ছাড়াও অনেক প্রতিষ্ঠান অবদান রেখেছে । তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও এতে অনেক উপকার হয় । নিম্নে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ও প্রয়োজনীয় ক্যালকুলেটর এর ঠিকানা দেওয়া হল । 1.প্রথমেই বলা যায় MyMjকে , যেহেতু দেখতে সুন্দর লাগে ইন্টারফেসটি । 2.এছাড়া যারা হাতে কোডিং করতে পাকা তাদের জন্য রয়েছে !@!10889 3.আর অস্ট্রিয়া তথা জামার্নসহ অনলাইনে অংক এর সমাধান করা জন্য জনপ্রিয় সাইট গুলোর মধ্যে !@!10890 অন্যতম । স্কুল কিংবা কলেজে গণিতের সমাধান করতে বহুলভাবে ব্যবহার করা হয় । (জামার্ন ভাষায়) 4.আর অনলাইনে গ্রাফিক ক্যালকুলেটরও যদি চাওয়া হয় তাও আছে !@!10891 এটি অবশ্য আমাদের সাধারণের জন্য তেমন জরুরী নয় , [link|http://gotoscience.com/downloads/GraphingCalculator.zip|WvDb

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।