আমাদের কথা খুঁজে নিন

   

এট্টুর লাইগা রে..........ইট্টুর লাইগা !!!!! (ক্লোজআপহাসি)

পরিবর্তনের জন্য লেখালেখি

নাহ, ধুএর মতন প্রেমে পড়ি নাই!!! কোন অসহ্য সুন্দরের দুরন্ত চোখে রাখিনি নয়ন বাতায়ন মম। ইউনিভার্সিটি থেকে ফিরছিলাম আজ! আমার ডাক পড়েছিলো, যেখান থেকে আমার পোস্ট গ্র্যাড ডিগ্রি লাভ, সেই প্রতিষ্ঠানের অনুরোধে অতিথি ছিলাম সেখানে। আমার কাজ ঃ অধুনা বোধি প্রাপ্ত ইমনীয় বচনে তাহাদিগের জ্ঞান বৃদ্ধি!!! প্রায় 13 টি দেশের তুখোড় সব ছাত্রছাত্রী । ঠিক মত পড়াতে না পারলে হাতে ছাতি ধরায় দিবে!! এখন এই আমেরিকা থেকে শুরু করে বলিভিয়া , ভিয়েতনামী নামীদামী অতি উচ্চ মেধা সম্পন্নদের সামনে একটু পাকানোই ছিলো আমার পেশীসূত্র গুলো!! খুব ভালো ভাবেই শেষ হলো ক্লাস। আমাকে অবাক করে দিয়ে কে উ কেউ ধন্য ধন্য করে গেলো!!! (ক্লোজআপহাসি)।

বেরিয়ে দেখি আমার আকাশ। ঠিক যেমনটি ভালো বাসি। ইলশে গুঁড়ি বৃষ্টি আর মন্দ মধুর হাওয়া। আহা!!! ফুরফুরে লাগে। ভালো লাগে অচেনা সি এন জি ড্রাইভারের অর্থ হীন কথা, প্রাইভেট ইউনিভার্সিটির সামনে দাঁড়ানো মহাব্যস্ত ছেলেটা, হলুদ দালানের পাশে দাঁড়ানো বেগুনি ফুলের গাছটাকেও।

সিএনজি , মোড় ঘুরে বড় রাস্তায় ওঠে, জ্যামে বসে ভাবি, ঈশ , কখন যে জ্যামটা জেলি হবে!!!! মাথায় গত 48 ঘন্টার ক্লান্তি। ঘুমিয়েছি মাত্র 5 ঘন্টা। আমার ডান দিকে সামনে -পেছনে দুটো দানবীয় বাস। আর বাম দিকে সৌদি শেখদের মতন গাবদা আরেক বাস। হঠাৎই! বাম দিকের গদাধর ডানে সরতে শুরু করলেন, সামনে টান দিতে দিতে।

মড়মড় করে মুহূর্তের মধ্যে বেঁকে উঠতে শুরু করলো পিচকি সিএনজিটা। আধো ঘুমে ছিলাম নাকি ক্লান্ত বলে রিফ্লেক্স ঠিক কাজ করলো না!!! যেমন হঠাৎ শুরু হয়েছিলো, তেমন হঠাৎই থেমে গেলো। সামনে বেশি ফাঁকা জায়গা ছিলো না বলে বাসটা তেমন আগাতে পারেনি । ইট্টুর জন্য , বুঝলেন বেরাদর......... আর কয়েক গজ এগোলেই এতক্ষণে রাস্তায় পড়ে থাকতো ইমনের দোমড়ানো মোচড়ানো রক্তাক্ত লাশ!!!! াবাক হয়ে অনুভব করছি.......দৃশ্যটা ভাবতে খারাপ লাগছে না!!!!!!!!!!! ঢাকা 1/11/2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.