আমাদের কথা খুঁজে নিন

   

আলা ভোলার প্রেমের কাব্য 1

সাধারন

এক বামন তার বেঁটে হাত বাড়িয়ে দিল আগুন রঙা এক বেগুন ফুলের দিকে নাগালে না পেয়ে নিয়ে এল মই এনে দেখে ফুল নেই , আছে আলিঝালি চাঁদ তাও না পেয়ে ধরে আনলো চকোর পাখি তখন দেখে চাঁদ নেই , আছে মিটমিটে এক তারা ওটা পাবার জন্য নিয়ে এল পঙ্খীরাজ ঘোড়া সেই ঘোড়া যেই দিল লাফ লাফের চোটে পরে গিয়ে বামন হারিয়ে গেল কালের আদিগন্তে/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।