আমাদের কথা খুঁজে নিন

   

। । ফিরে আসে জীব্রান । । অভিনন্দন ঝরাপাতা

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

ক'দিন ব্লগে ঢুঁ মারা হয়নি নিজস্ব ব্যস্ততার জন্য । ফিরে এসে জানলাম , স হ ব্লগার SivcvZv আরেকটা সিঁড়ি পেরিয়েছেন । অভিনন্দন ঝরা । প্রিয় কিছু কথা, এই কবি বন্ধুটির জন্য ****************************************** 193 । ।

হ্যাঁ, নির্বান রয়েছে নিশ্চয়ই,সবুজ মাঠের মধ্যে নিরন্তর ঘুমিয়ে পড়ায় , শিশুটিকে ঘুম পাড়ানোয়, অথবা তোমার কবিতার শেষ স্তবকটি লিখে ফেলার মধ্যে---- 204 । । তোমার গোপনতম কথাগুলি নিভৃতে বাতাসের কানে উন্মোচিত যদি কর, অত:পর বাতাসকে দোষ দিওনা, যদি বাতাস বৃক্ষের নিকটে গিয়ে সেইসব উন্মোচিত করে------ 208 । । পন্ডিত এবং কবির মধ্যে একটি বিস্তীর্ণ হরিৎ ক্ষেত্র পড়ে থাকে, পন্ডিত সেই ক্ষেত্র অতিক্রম করলেই তিনি প্রকৃত জ্ঞানী হয়ে উঠেন, আর কবি সেটি অতিক্রম ক'রে ঈশ্বর প্রেরিত হয়ে যান ।

[ছবিসূত্র:নেট]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।