আমাদের কথা খুঁজে নিন

   

এত শিখে হবে কি ? Learning is a part of life not a heart of life !

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায় Learning is a part of life not a heart of life ! ফেসবুক ব্লগে তর্ক চালাচ্ছেন তার মানে আপনি সমাজের সুবিধাপ্রাপ্ত দলের প্রতিনিধি। আপনি গরীবি শিক্ষায় নয় ধনী শিক্ষায় শিক্ষিত । আপনাকেই বলছি ফুল বিক্রেতাকে কখনও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ?উত্তর না ! অথচ সেই ছেলেবেলায় সাম্য সমতা ভ্রাতৃত্বের গল্প পড়তে পড়তে আজ দু দশ খানা ডিগ্রি বগলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। শিক্ষা, চরম প্রহশনমুলক একটা শব্দ । জন্ম থেকেই কেবল শিখছি ।

নাটকে শিখছি,সিনেমায় শিখছি,গানের মাধ্যমে শিখছি,শিক্ষক শেখাচ্ছেন,বাবা শেখাচ্ছেন,প্রতিবেশী শেখাচ্ছেন !দুনিয়া জুড়ে সবাই কেবল শেখায় আর এত শিখে এক একটা আস্ত জানোয়ার হচ্ছি। মায়েরা বলতেন ছেলে বড় হয়ে ডাক্তার হবে,জ্বজ হবে । ছেলেরা বড় হয়ে চোর হচ্ছে,ডাকাত হচ্ছে,দুর্নীতীবাজ হচ্ছে,খুনী হচ্ছে,ধর্ষক হচ্ছে ! হাসপাতালের বেডে শুয়ে আছেন !পালা করে আত্মীয়স্বজন শেষ দেখা দেখতে এসেছে । চাচাতো বোন তার বাচ্চাটাকে আপনার থেকে দুরে রাখছে । মৃত্যু পথযাত্রী কোন পথিককে তার বাচ্চার চোখে পড়তে দিতে চাচ্ছে না পাছে ভয় পাবে তাই ।

সঞ্চীত নিশ্বাস শেষের দিকে । বড়জোর মিনিটি দশেক পৃথিবীর বাসিন্দা থাকতে পারেন তারপর ব্যাকটেরিয়ার খাদ্য !সার্টিফিকেটগুলো তো বালিশের নীচে এস এস সির রেজাল্টে এ প্লাস হয়নি বলে মা বকেছিল অভিমানে চেয়েছিলেন আত্মহত্যা করতে । কি বিপদসংকুল সেই দিনগুলো । একবারও কি মনে হচ্ছে না সবকিছুই অর্থহীন ,মুল্যহীন । জীবনের থেকে বড় কিছু নেই ।

শিক্ষা জীবনের সেীন্দর্য বৃ্দ্ধি করতে পারে তাও নিশ্চিত নয় !শিক্ষিত মানুষের বিবেকহীন কর্ম খুজতে কোথাও যেতে হয় না চোখ মেললেই হয় । মুল্যবান জীবনটি শিক্ষিত নিংশেষ করা ঠিক নয় । বাচার মতো আনন্দের অন্য কিছু নাই । Learning is a part of life not a heart of life ! ১৯৮৫ সালে জন্ম গ্রহন করে ২ বছর মায়ের দুধ খেয়েছি । ১ বছর ৩ মাসে মুখে ভাত।

২য় বছর থেকে পুরোপুরি ভেতো বাঙ্গালী । দৈনিক আধা কেজি করে ভাত খেলে গত ২৭ বছরে ১১২ মন চাল সাবার করেছি। আমি পীর পয়গম্বর নই যে আসমান থেকে আমার জন্য ভাত বৃষ্টি হবে । আম্রিকা তুরস্ক ভারত পাকিস্তান কেউ জাহাজ ভর্তি করে ভাত এনে মুখে তুলে দেয় নাই । এই মাটি তার উর্বর বুকে শষ্য ফলিয়েছে ।

১৫ কোটি সন্তানকে বছরের পর বছর মুখে অন্ন জুগিয়ে যাচ্ছে । বলতে পারেন কেউ তো ফাও দেয় নি !আমি জানি । আচ্ছা ধরুন,আপনার হাতে হাজার কোটি টাকা অথচ কোথাও খাবার নেই কি করবেন ?টাকা চিবিয়ে খাবেন নাকি গুহাবাসীদের মতো ইদুর বিড়াল খেয়ে বাচবেন। চোখ রাখুন সাহারা মরুভুমি,সেীদি আরবের পাথুরে মরুভুমি,ভারতে উত্তর প্রদেশ কিংবা পাকিস্তানের বেলুচিস্তান ! কি দেখছেন তাদের মাটি আছে অর্থ আছে কিন্তু ফসল উর্বরতা নেই ফসল নেই । সেই পর্তুগীজ থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত যারাই এই দেশে একবার প্রবেশের সুযোগ পেয়েছে ঘাড় ধাক্কা দিয়ে না বের করা পর্যন্ত কেউ সেচ্ছায় যায় নি তা ইষ্ট ইন্ডিয়া কোম্পানী হোক কিংবা পশ্চিম পাকিস্তান হোক ।

শত সহস্র হাতে শোষিত হবার পরও আমার বাংলা মাটি আমাকে পুর্ন করছে । এই মাটির সাথে কেউ বেইমানী করো না । বিশ্বাসঘাতকদের পক্ষে কলম কিংবা চাপাতি ধরো না। মনে রেখ দেশটা ওদের না আমাদের,এই জনতার । ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে-- মরি হায়, হায় রে ও মা, অঘ্রানে তোর ভরা খেতে, আমি কী দেখেছি মধুর হাসি ক্ষমা চাচ্ছি ফেসবুকের স্টাটাসগুলো শেয়ার করার জন্য ।

আসলে ইদানিং ফেসবুকে বড় লেখা পোষ্ট করার সুবিধার জন্য যা কিছু মনের যাতনা তা ওখানেই প্রকাশ করি । আর গবেশনা করে পোষ্ট লেখার মতো যথেষ্ট ঘিলু আমার মাথায় নেই । কয়েক লাইনের এই অনুভুতি গুলোই আমার সব । আর নিজের মত প্রকাশ করার জন্যই এই প্রয়াস । আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।