আমাদের কথা খুঁজে নিন

   

দুবর্্বলতা 003

এই ব্লগের বিষয় বলে কিছুনেই। যাচ্ছেতাই।

ব্লগাই নিজেকে ফলাই। হাওয়াই শার্টের কলার ইংরাজদের আগে কি এ মহাদেশে দেখেছে কেউ? ঠাণ্ডা দেশের ইম্পোর্টেড কলার ঘামে জ্যাব2 বাঙালির ঘাড়ে লেপ্টে গেলো, আর ছাড়ানো যাচ্ছে না। এর ওপর সাহেব বাঙালীর আবার টাই আছে।

ট্রপিকাল ক্লাইমেটে কলার এপেন্ডিক্স দুর হোক। বিদ্যুৎ শক্তি ছাড়া শহুড়ে বুদ্ধুর চলে না। সপ্নে অজপাড়াগাঁ, প্রকৃতি প্রেমে গদগদ, পোকামাকড় জোঁক সাপ শেয়াল বাস্তব অশহ্য। দরদী বুদ্ধুর দারিদ্্র অসহনীয় তাই দরিদ্্র আত্মীয় অভাবি বন্ধুদের থেকে দুরে থাকে। বুধুর ধমক যাদের শুনতে হয়েছে তারা জানে বুদ্ধু কত অন্যমতে সহনশীল, গনতন্ত্রী।

বিবেক কি বলে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.